sponsor

sponsor

Slider

বিশ্ব

জাতীয়

রাজনীতি

খেলাধুলা

বিনোদন

ফিচার

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » অমিতাভের নতুন মাস্ক, কথা বললেই জ্বলেবে আলো!
অমিতাভ বচ্চন। করোনা ভারতে থাবা বসানোর কিছুদিনের মধ্যেই করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। শুধু তিনি নন অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন ও তাদের ছোট মেয়ে আরাধ্যাও এই রোগে আক্রান্ত হন। তবে খুব দ্রুতই সব বাধা কাটিয়ে সেরে উঠেছিলেন তারা। তবে সে খারাপ সময় কেটে গেছে। করোনা থেকে সুস্থ হয়েই কন বনেগা ক্রোরপতির শুটিং শুরু করেছিলেন বিগবি। এত তাড়াতাড়ি কাজ শুরু করায় অনেকে অভিনেতার সমালোচনাও করেছিলেন। তবে সেসব দিন পেরিয়ে এবার বাস্তব জীবনেই ভূতের রাজার বর পেলেন তিনি। ভাবছেন তো এ আবার কি! না, বিষয়টা অনেকটা এ রকমই। করোনা আসার পর থেকে আমাদের সবার জীবনের নিত্যসঙ্গী মাস্ক ও স্যানিটাইজার এবং একে অপরের থেকে দূরত্ব বজায় রেখে চলা। মানসিক নয় শারীরিক। তবে এই সতর্কবার্তা ভ্যাকসিন আসার পর অনেকেই মানতে চাইছেন না। দেশজুড়ে সে অভিযোগ লেগেই আছে। কিন্তু অমিতাভ সতর্কবার্তা থেকে এক চুল নড়েননি। বরং তিনি খুঁজে বের করেছেন এক মজার মাস্ক, যা দেখলে ভূতের রাজার বর মনে হবে। মাস্ক মুখে লাগিয়ে কথা বললেই জ্বলে ওঠবে আলো। আপনি যে যেভাবে মুখের ভঙ্গিমা বদলে কথা বলবেন ঠিক সেভাবেই বদলে যাবে ডটেড মাস্কের আলো। শব্দ তরঙ্গেই বদলে যাচ্ছে আলো। এই নতুন মাস্ক পরে একটি ভিডিও অমিতাভ শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ২৬ জানুয়ারি এই মাস্ক পরেই তিনি সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। তবে মজার বিষয় হলা- এই ভিডিওতে মাস্কটির সঙ্গে অনেকেই মিল পেয়েছেন ভূতের রাজার বরের সেই আলোর কারসাজির। মজা করেই নেটিজেনরা লিখেছেন 'অমিতাভের ভূতের বর'। যদিও সেসব কথার উত্তর দেননি তিনি। খুব তর্ক-বিতর্ক না হলে কোনও পোস্টের উত্তরই দেন না। অমিতাভও তার বাইরে না। তবে তিনি সব সময় ফ্যানেদের শুধু না দেশের কোথাও কিছু ভালো হচ্ছে দেখলেই নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। শুভেচ্ছা জানান। প্রশংসা করেন। তবে অমিতাভের মাস্ক দেখে সবাই ওই রকম একটি মাস্ক পরার ইচ্ছে প্রকাশ করেছেন। আপাতত বিগবির অভিনব মাস্ক ভাইরাল।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply