মেয়ের জন্মদিনের পার্টিতে বিন্দাস নাচ স্বস্তিকার
,
মাথার ওপরে মুক্ত আকাশ। তার নিচে আলোয় সাজানো ছাদ। এমন পরিবেশে যদি প্রিয় গানটি বেজে ওঠে। কেই বা বসে থাকতে পারে? স্বস্তিকা মুখোপাধ্যায় অন্তত পারেন না। ‘টিপ টিপ বরষা পানি’র ছন্দে অঙ্গ দুলিয়ে নাচ তো করতেই হবে! মেয়ের জন্মদিনের পার্টিতে এভাবেই আনন্দ করেছেন অভিনেত্রী। তারই কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।
মায়ের আদর্শেই বড় হয়ে উঠেছেন অন্বেষা। কুড়ির গণ্ডি পেরিয়ে পা দিয়েছেন একুশে। সেই উপলক্ষেই এই ছাদ পার্টির আয়োজন করা হয়েছিল। সেলিব্রেশনের ছবি আপলোড করেছেন তিনিও। ক্যাপশনে লিখেছেন, ‘২১ বছর হয়ে গেল এখনও কিছু শিখলাম না।’
১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার ও রবিনা ট্যান্ডন অভিনীত ছবি ‘মোহরা’। সেই সিনেমার জন্যই ‘টিপ টিপ বরষা পানি’ গানটি গেয়েছিলেন উদিত নারায়ণ ও অলকা ইয়াগনিক। আর রবিনা ট্যান্ডনের রূপের আগুন ঠিকরে পড়েছিল ক্যামেরার সামনে। সেই সম্মোহনের থেকে কোনও অংশে কম নয় স্বস্তিকার এই ছাদ পার্টির নাচ। স্বস্তিকার সঙ্গে নেচেছেন সৃষ্টি। যাকে নিজের ডান্স পার্টনার হিসেবেই ব্যাখ্যা করেছেন স্বস্তিকা।
ভিডিওর মাঝে ছোট্ট একটি বাচ্চাকেও দেখা গেছে। তার নাম শিব বলেই ক্যাপশনে জানিয়েছেন নায়িকা। রবিনার মতো স্বস্তিকার পরনের শাড়িতেও হলুদের ছোঁয়া ছিল, সে কথা ক্যাপশনে স্মরণ করিয়ে দিতেও ভোলেননি
No comments: