Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মোদিকে নিয়ে কটাক্ষ, চাকরি হারালেন পাইলট!




সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করায় চাকরিচ্যুত হয়েছেন গোএয়ারের মিকি মালিক নামে এক সিনিয়র পাইলট। বিমান সংস্থাটি জানিয়েছে, সংস্থার সামাজিক যোগাযোগমাধ্যমে আচরণ-সংক্রান্ত বিধি লঙ্ঘন করায় তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় চলছে তীব্র সমালোচনা। সম্প্রতি টুইটার অ্যাকাউন্টের এক পোস্টে নরেন্দ্র মোদিকে আক্রমণ করে ওই পাইলট লেখেন, ‘প্রধানমন্ত্রী মূর্খ। পাল্টা আমাকে মূর্খ বলতেই পারেন আপনারা। অসুবিধা নেই। আমি তেমন গুরুত্বপূর্ণ নই। কারণ দেশের প্রধানমন্ত্রী নই আমি। কিন্তু প্রধানমন্ত্রী মূর্খই। পিরিয়ড।’ টুইটের পরপরই শুরু হয় বিতর্ক। মিকি দ্রুত টুইট সরিয়ে অ্যাকাউন্ট লক করে দেন। পরে ক্ষমা চেয়ে মিকি লেখেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে টুইটের জন্য ক্ষমা চাইছে। আমার অন্য কোনও টুইটেও যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তার জন্য ক্ষমাপ্রার্থী আমি। তবে আমার কোনও টুইটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গোএয়ারের কোনও সংযোগ নেই।’ এসবেও শেষ রক্ষা হয়নি। ঘটনার তিন দিনের মাথায় চাকরি হারাতে হয় মিকি মালিককে। গোএয়ারওয়েজের এক মুখপাত্র বিবৃতিতে জানান, জিরো টলারেন্স নীতি নিয়ে চলে গোএয়ার। আইনকানুন, নীতিনিয়ম এবং সোশ্যাল মিডিয়ায় আচরণ-সংক্রান্ত সংস্থার বিধি নিয়ম সব কর্মীকে মেনে চলা বাধ্যতামূলক। এরপরও কোনো কর্মী বা সংস্থার সঙ্গে যুক্ত কেউ যদি নিজের ব্যক্তিগত মতামত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন তার দায় সংস্থার নয় বলে জানানো হয় ওই বিবৃতিতে। সূত্র: আনন্দবাজার






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply