Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ফিরেছেন মেসি, এগিয়ে যেতে চায় বার্সা




ফিরেছেন মেসি, এগিয়ে যেতে চায় বার্সা

পয়েন্ট টেবিলে মেসির বার্সেলোনা কিংবা রোনালদোর য়্যুভেন্তাস কারো অবস্থানই খুব একটা ভালো নয়। দু'দলই নিজ নিজ লিগে টেবিলের ৬ নম্বরে আছে। এবার নতুন বছরে নতুন করে জয়ের দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে মাঠে নামতে যাচ্ছে দু’দল। লা লিগায় বার্সার প্রতিপক্ষ হুয়েস্কা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। বার্সেলোনার স্প্যানিশ লিগে বর্তমান অবস্থান কি? পয়েন্ট টেবিল দেখলে চমকে যেতে পারে কাতালান ভক্তরা। কারণ শীর্ষ পাঁচেও যে নেই বার্সা। বছর শেষ করেছে এইবারের বিপক্ষে ড্র দিয়ে। তাই নতুন বছরে নতুন করে নিজেদের মেলে ধরতে মরিয়া মেসি, গ্রিজম্যানরা। ঘুরে দাঁড়ানোর প্রয়াসে এবার হুয়েস্কার মাঠে আতিথ্য নিতে যাচ্ছে বার্সা। হুয়েস্কার বিপক্ষে আগের ৪ দেখায় তিনবারই জিতেছে তারা। যদিও শেষবার এই হুয়েস্কার মাঠেই গোলশূন্য ড্র করেছিল কাতালানরা। তাই কিছুটা সাবধানে থাকতেই হচ্ছে রোন্যাল্ড কোম্যান শিষ্যদের। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন জর্ডি আলবা। আর ইনজুরি কাটিয়ে ফিরেছেন দলের প্রাণভোমরা মেসি। সঙ্গে আছেন গ্রিজম্যান, বুসকেটসরাও। তবে, হতাশার খবর হলো আনসু ফাতি, সার্গি রবার্তো, জেরার্ড পিকেদের ইনজুরি তালিকায় যোগ দিয়েছেন ফিলিপে কৌতিনিও। ফলে এ ম্যাচে তাকে পাচ্ছে না কোচ। তারপরও জয়ের জন্যই ছক কষছেন কোম্যান। বার্সেলোনা কোচ রোন্যাল্ড কোম্যান বলেন, 'কৌতিনিও অনেক গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় দলের। জানি না ও কবে নাগাদ ঠিক হয়ে খেলতে পারবে। ওর শূন্যতা পূরণ করতে তেমন কাউকেই খুঁজতে হবে। কারণ এখন আর আমাদের কোন ম্যাচ হারার সুযোগ নেই। আমরা এখন আর কোনো পয়েন্ট হারাতে পারব না। আমাদের প্রতিটি ম্যাচই জিততে হবে।'






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply