Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ‘পিতৃভূমি’ তুরস্কেই ফিরলেন ওজিল




পিতৃভূমি’ তুরস্কেই ফিরলেন ওজিল

২০১৩ সালে ক্লাবের রেকর্ড ৪২ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদ ছেড়ে আর্সেনালে যোগ দিয়েছিলেন মেসুত ওজিল। প্রথম মৌসুমেই আর্সেনালের দীর্ঘদিনের শিরোপা খরা ঘোচান ওজিল। হয়ে ওঠেন কোচ আর্সেন ওয়েঙ্গারের প্রিয়ভাজন। প্রিয় গুরুর কাছ থেকে দীক্ষা নিতে আগ্রহের কমতি ছিল না ওজিলেরও। তার নৈপুণ্যে সাফল্যের ধারায় ফেরে আর্সেনাল। বিপত্তি দেখা দেয় ওয়েঙ্গার যুগের অবসান হলে। পর্ম ক্ষরার পাশাপাশি উনাই এমেরি এরপর কোচ আর্টেটারও মন জয় করতে পারেননি। আর্টেটাতো দীর্ঘদিন ধরেই দলের বাইরে রেখেছেন ওজিলকে। গেল মার্চের পর আর্সেনালের জার্সিতে আর মাঠে নামা হয়নি। অবহেলাটা টের পাচ্ছিলেন ওজিল। তাইতো দীর্ঘদিনের প্রিয় ক্লাব ফেনেরবাখের ডাকে সারা দিয়ে সেখানেই গড়লেন ঠিকানা। তুরস্কে পৌঁছেই উচ্ছ্বসিত ওজিল। ক্লাবের সম্মান রক্ষায় কাজ করতে চান। দীর্ঘদিন আর্সেনালের হয়ে মাঠে নামার সুযোগ না পেলেও, ফর্মে আছেন বলেও জানান এই তারকা। ক্লাবকে সাফল্যের ধারায় ফেরাতে বদ্ধ পরিকর এই মিডফিল্ডার। দুসময়ে তার পাশে থেকে তাকে খেলার সুযোগ দেয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন ক্লাব কর্তা ও সমর্থকদের। ফেনেরবাখ নিয়ে যে ওজিল উচ্ছ্বসিত ছিলেন তা তার প্রকাশ করা মনের ভাব থেকেই বুঝা যায়। তিনি বলেন, ‘আমি ফেনেরবাখের অন্ধভক্ত। এই ক্লাবে খেলার স্বপ্ন আমার অনেকদিনের। সৃষ্টিকর্তা আমাকে সে সুযোগ করে দিয়েছেন। এজন্য আমি তার কাছে কৃতজ্ঞ। ফেনেরবাখ কর্তারা আমার ওপর আস্থা রেখেছেন, আমি তার প্রতিদান দিতে চাই। এই ক্লাবের সমর্থকরা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন তা সত্যিই আমি কোনদিন ভুলব না। ক্লাবে পা রাখলেও এখনি মাঠে নামতে পারবেন কিনা জানা নেই ওজিলের। কিন্তু আর্সেনালে খেলার সুযোগ না মিললেও, নিয়মিত অনুশীলন চালিয়ে গেছেন ওজিল। শিগগিরই মাঠে নামতে মুখিয়ে আছেন তিনি। ওজিল বলেন, ফেনেরবাখের হয়ে কিছু ম্যাচ আমাকে মিস করতে হবে এটা নিশ্চিত। কিন্তু শারিরীকভাবে আমি বেশ ফিট আছি। মাঠে আর্সেনালের হয়ে খেলার সুযোগ না পেলেও, অনুশীলনে ছিলাম নিয়মিত। তাই খুব একটা সমস্যা হবে না। ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত জার্মানি জাতীয় দলে খেলেছেন মেসুত ওজিল। জাতীয় দলে ৯২ ম্যাচে ২৩টি গোল করেছেন তিনি। ২০১৮ সালে অভিমানে জাতীয় দল থেকে অবসর নেন ৩২ বছর বয়সী এই তারকা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply