ফল পাল্টানোর চেষ্টায় আবার হারলেন ট্রাম্প
গত নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন নির্বাচনের ফল পাল্টানোর অলিক প্রচেষ্টার আরেকটি আইনি লড়াইয়ে ব্যর্থ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
Nagad Banner
ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মাইক পেন্সের পক্ষে রিপাবলিকান লুই গোহম্টের করা একটি আবেদন খারিজ করে দিয়েছেন টেক্সাসের একজন বিচারক।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিবিসি বলছে, পেন্সের আইনজীবী বৃহস্পতিবার এই মামলাটি উত্থাপন করলে বিচারক তা প্রত্যাখ্যান করেন।
তবে ওই রিপাবলিকান কংগ্রেসম্যান বলেন, তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছেন।
এর আগেও যুক্তরাষ্ট্রের চারটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যের নির্বাচনের ফল পাল্টে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে করা আবেদন খারিজ করে দেয় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।
যুক্তরাষ্ট্রের নির্বাচনের নিয়ম অনুযায়ী আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন জো বাইডেন। কিন্তু এখনো পরাজয় স্বীকার না করে ফল পাল্টানোর অলিক কল্পনায় ব্যস্ত ট্রাম্প শিবির।
এবার মহামারী করোনাভাইরাসের কারণে বিপুল সংখ্যক ডাক যোগে ভোট পড়ে। সেসব ডাকভোট নিয়েই মূলত সৃষ্টি হয় জটিলতা
৩ নভেম্বর মার্কিন নির্বাচনে জো বাইডেন ৩০৬ ইলেক্টোরাল ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২ টি ভোট।
Tag: English News world
No comments: