sponsor

sponsor

Slider

বিশ্ব

জাতীয়

রাজনীতি

খেলাধুলা

বিনোদন

ফিচার

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » করোনায় জর্জরিত অ্যাস্টন ভিলা
করোনায় জর্জরিত অ্যাস্টন ভিলা

কোভিড নাইন্টিন সংক্রমণে বিপাকে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা। আইসোলেশনে আছেন একাধিক ফুটবলার। এতে লিভারপুলের বিপক্ষে তাদের এফএ কাপের ম্যাচ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এফএ কাপে লিভারপুলের বিপক্ষে ম্যাচের ঠিক আগমুহূর্তে বাধল বিপত্তি। উল্লেখযোগ্য সংখ্যক ফুটবলারের দেহে করোনা শনাক্ত হওয়ায় টালমাটাল অ্যাস্টন ভিলা। সোমবার প্রথম দফায় টেস্টের পরই জানা যায়, প্রথম সারির অনেক ফুটবলারই হয়েছেন সংক্রমিত। বৃহস্পতিবার দ্বিতীয় দফার টেস্টে সংখ্যা আরও বাড়ে। উপায় না পেয়ে ক্লাবের ট্রেনিং গ্রাউন্ডই বন্ধ রাখতে বাধ্য হয় অ্যাস্টন ভিলার। এর আগে শ্রুসবিউরির বিপক্ষে ভিলানদের এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচটিও স্থগিত হয়েছিল। সেবার শ্রুসবিউরির ফুটবলার ও স্টাফদের করোনা টেস্টে পজিটিভ ফলাফল এসেছিল। এবার একই দশা অ্যাস্টন ভিলা শিবিরে। যাতে লিভারপুলের বিপক্ষে ম্যাচ মাঠে গড়ানো নিয়েই তৈরি হয়েছে শঙ্কা। এ বিষয়ে ক্লাবটির পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে। এদিকে ব্রিটেনে নতুন করে করোনার প্রাদুর্ভাবে আবারও আর্থিক ধাক্কার শঙ্কাও তৈরি হয়েছে। সম্প্রচারের অপেক্ষায় থাকা অনেক ম্যাচের ভবিষ্যৎই পড়েছে হুমকির মুখে। আর এ অবস্থা চলতে থাকলে মুখ ফিরিয়ে নিতে পারে সম্প্রচার প্রতিষ্ঠানগুলো। এমনিতেই মহামারি জর্জরিত মৌসুমে ফিকশ্চার নিয়ে ঝামেলায় ইংলিশ ফুটবল কর্তৃপক্ষ। ব্যস্ত সূচির মাঝে আবারও কালক্ষেপণ হলে শেষ পর্যন্ত এফএ কাপের মতো আসরের বেশকিছু ম্যাচ বাতিলেরও শঙ্কা রয়েছে। গত মৌসুমে লকডাউনের কারণে আসরের কোয়ার্টার ফাইনাল দীর্ঘদিন স্থগিত থাকায় এফএ'কে চুক্তির ২০ মিলিয়ন পাউন্ডের বেশি পরিশোধ করেনি করেছে মিডিয়া এজেন্সি আইএমজি। অনিশ্চয়তার মাঝে ঘুরেফিরে আসছে সেই কথা। ৬ বছরের জন্য ৮২০ মিলিয়ন পাউন্ডের চুক্তি পুনঃনির্ধারণের চেষ্টাও নাকি শুরু করেছে আইএমজি।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply