Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » স্বামী চুরির শখ প্রকাশ করলেন রাখি!




জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’র এবারের আসর যোগ দিয়েছেন রাখি সাওয়ান্ত। যোগ দিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন তিনি। একের পর এক অদ্ভুত কাণ্ড ঘটাচ্ছেন রাখি। আবার কখনো শিকার হচ্ছেন দুর্ঘটনার। এই তো সেদিন, রেগে রাখি নাক ফাটিয়ে দিয়েছেন এক প্রতিযোগী। এবার অভিনেত্রী রুবিনা দিলায়কের স্বামী অভিনেতা অভিনব শুক্লার দিকে নজর দিয়েছেন রাখি সাওয়ান্ত। শুধু তাই নয়, অভিনবকে প্রেম নিবেদনের ইচ্ছাও রয়েছে রাখির। বিগ বসের আসরে সালমান খানের সামনেই এ কথা জানিয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যম বলছে, বিয়েলিটি শোতে যোগ দেওয়ার পর রাখির স্বামী-রহস্যের জট খুলতে শুরু করেছে। কিন্তু তর সইছে না রাখির। এরই মধ্যে স্বামী চুরির শখ প্রকাশ করেছেন তিনি। রাখির বলেন, ‘কাউকে ভালো লাগাটা কি কোনো অন্যায়? আমার স্বামীর তো দেখা নেই। অন্যের স্বামীদের দেখে আমার যেন কী রকম একটা হয়! রুবিনার স্বামী খুবই হট!’ জানা গেছে, ওয়াইল্প কার্ড এন্ট্রিতে বিগ বসের এবারের আসরে যোগ দিয়েছিলেন তিনি। অবশ্য, বিগ বসে ফেরার জন্য সালমান খানের ভাইয়ের কাছে বিশেষ আবদার নিয়ে গেছিলেন রাখি। রাখি যোগ দেওয়ার পর টিআরপি বেড়ে গেছে শোটির। প্রতি পর্বেই নতুন গল্পের মোড় তৈরি করছেন তিনি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply