ভারত-ইংল্যান্ড সিরিজে অনভিজ্ঞ আম্পায়াররা!
ভারতীয় অনভিজ্ঞ আম্পায়াররাই পরিচালনা করবেন ভারত-ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ। থাকছেন না কোনো নিরপেক্ষ আম্পায়ার। চার টেস্টের সিরিজের প্রথম ম্যাচে অভিষেক হচ্ছে ভারতীয় দুই আম্পায়ারের।
ইতোমধ্যেই প্রথম দুটি টেস্টের জন্য তিন আম্পায়ারের নাম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঘোষিত সেই আম্পায়ারের তালিকায় রয়েছেন নিতীন মেনন, অনিল চৌধুরী এবং বীরেন্দ্র শর্মা। এই তিনজনের মধ্যে নিতীন আইসিসির এলিট প্যানেলের সদস্য। তিনি এর আগে তিনটি টেস্ট ম্যাচ পরিচালনা করেছেন।
অনিল চৌধুরী এর আগে ২০টি ওয়ানডে আর ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন, টেস্টে তার অভিষেক হতে যাচ্ছে। আর বীরেন্দ্র শর্মার অভিজ্ঞতা ২টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টিতে ম্যাচে আম্পায়ারিংয়ের। ইংল্যান্ড সিরিজে তাদের অভিষেক হতে যাচ্ছে।
ভারত-ইংল্যান্ডের মতো এমন গুরুত্বপূর্ণ একটি টেস্ট সিরিজে অভিজ্ঞ আম্পায়ার না থাকার পেছনে একটাই কারণ করোনা। মহামারী করোনার মধ্যে বিদেশি আম্পায়ারকে ঝুঁকিতে ফেলছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাইতো বিদেশিরা না আসায় বাধ্য হয়েই ঘরোয়া অনভিজ্ঞদের দিয়ে টেস্ট সিরিজ পরিচালনা করতে হচ্ছে।
সূত্র: আজকাল
Tag: English News games
No comments: