Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » লিভারপুলকে হতাশায় ডোবাল ম্যানইউ




লিভারপুলকে হতাশায় ডোবাল ম্যানইউ

হাইভোল্টেজ ম্যাচে লিভারপুলকে হতাশায় ডুবিয়ে এফ এ কাপের পঞ্চম রাউন্ডে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচে অলরেডদের ৩-২ গোলে হারিয়েছে সোলশায়ারের দল। পঞ্চম রাউন্ডে ইউনাইটেডের প্রতিপক্ষ ওয়েস্টহ্যাম। ওল্ড ট্রাফোর্ডে এতটা নির্ভার অনেকদিন হতে পারেননি সোলশায়ার। স্যার অ্যালেক্স ফার্গুসন যুগের অবসানের পর সাফল্যের ধারায় সেভাবে রেড ডেভিলদের ফেরাতে পারেননি কোন কোচই। ঘুরেফিরেই সমর্থকদের দীর্ঘশ্বাস শুনতে হয়েছে প্রায় সব কোচকেই। তবে, অনেকদিন পর এবার সেই পুরোনো ছন্দে ইউনাইটেডকে পাচ্ছে সমর্থকরা। এক সপ্তাহের ব্যবধানে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে দ্বিতীয়বারের দেখায় দারুন জয়ে তাই উচ্ছ্বসিত সোলশায়ার। হঠাৎ করেই ছন্দ হারিয়ে টালমাটাল লিভারপুল। ইপিএলে চারে নেমে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এফ এ কাপে ঘুরে দাঁড়ানোর মিশনে শুরুতেই তাই লিভারপুল কোচের মুখে হাসি ফোটান প্রিয় ছাত্র মোহাম্মদ সালাহ। ১৮ মিনিটে রবার্তো ফিরমিনোর পাসে গোল করেন মিশরীয় তারকা। প্রথম লিড নেয় লিভারপুল। লিভারপুলের এগিয়ে যাওয়ায় কপাল কুচকে যাওয়া স্বাগতিক সমর্থকদের অবশ্য বেশিক্ষণ তিক্ততা নিয়ে অপেক্ষা করতে হয়নি। ২৬ মিনিটে রাশফোর্ডের সহায়তায় সমতা ফেরান গ্রিনউড। নাটকীয় ম্যাচে পরতে পরতে রোমাঞ্চের স্বাদ পায় সমর্থকরা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ প্রথমার্ধ শেষ হয় সমতায়। ৪৮ মিনিটে ওল্ড ট্রাফোর্ডে শুরু হয় উৎসব। আকাশে বাতাসে শুধুই রাশফোর্ড বন্দনা। দলকে ২-১ এ যে এগিয়ে দিয়েছেন এই ইংলিশ ফরোয়ার্ড। দশ মিনিট পর আবারো লিভারপুল ঝলক। গোলের কারিগর সেই সালাহ। যোগানদাতা ব্রাজিলিয়ান ফিরমিনো। সমর্থকরা হিসেব কষছেন কে জিতবে এই ম্যাচ? তবে, বেশিক্ষণ অপেক্ষায় রাখেননি দুর্দান্ত ফর্মে থাকা ব্রুনো ফারনানদেস। পর্তুগিজ মিডফিল্ডারের ম্যাজিকে ৩-২ এ এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ পর্যন্ত বৃথাই যায় সালাহর জোড়া গোল। ৩-২ গোলের জয়ে পঞ্চম রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেড। এক সপ্তাহ আগে দু’দলের ম্যাচ ড্র’য়ে শেষ হলেও, এবার হাড্ডাহাড্ডি লড়াই দেখেছেন দুদলের সমর্থকরা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply