খাবার চোরের ভূমিকায় জয়া আহ্সান!
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয় করতে যাচ্ছেন নতুন আরেকটি সিনেমায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে ‘চালচিত্র’ সিনেমায় অভিনয় করবেন তিনি। সিনেমাটি নির্মাণ করবেন ভানু বসু। সিনেমায় খাবার চোরের ভূমিকায় দেখা যাবে জয়া আহসানকে।
কলকাতায় ‘হিপ্পিক্স’ নামের একটি ওটিটি প্ল্যাটফর্ম উদ্বোধনকালে এমন ঘোষণা দেওয়া হয়েছে। ‘চালচিত্র’ সিনেমায় জয়ার সঙ্গে দেখা যাবে সব্যসাচী চক্রবর্তী এমন তথ্যই প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের প্রথম সারির একটি গণমাধ্যম।
জয়া আহসান প্রসঙ্গে ভানু বসু বলেন, ওর মধ্যে গ্রাম্য লুক ধরে রাখার ক্ষমতা আছে। বিসর্জন, বিজয়া, দেবীর মতো সিনেমা করেছে জয়া। ও নিজের স্টারডম ভেঙে ফেলতে পারে।
গ্রামের এক মেয়ে, যে খুব খেতে ভালোবাসে। যা পায় সবই খায়। যখন খাওয়ার কিছু পায় না তখনই চুরি করে। এক সময় গ্রাম থেকে তাকে বিতারিত করা হয়। তারপর মেয়েটির সঙ্গে কী কী হয় তাই ছোট গল্পে লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আর সেটিই পর্দায় তুলে আনবেন পরিচালক ভানু বুস।
No comments: