Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মিলান ডার্বিতে ইন্টারের জয়




মিলান ডার্বিতে শেষ হাসি ইন্টারের। কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে এসি মিলানকে হারিয়েছে ২-১ গোলে। জ্লাতান ইব্রাহিমোভিচ যখন মাঠে কিছু না কিছু তো ঘটবেই। ব্যতিক্রম নয় মিলান ডার্বিতেও। ম্যাচের শুরুর নায়ক, ভিলেন হতে সময় নেননি। তাই তো ম্যাচ শেষে ইন্টার কোচও জয়ের পেছনে ইব্রার ভূমিকাকেই বড় করে দেখেছেন। কোপা ইতালিয়ার শেষ চারে ওঠার লড়াইয়ে আধিপত্য ছিলো এসি মিলানের। ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো মিলান। তবে রাফায়েলের শট বার ঘেসে যায়। ৩১ মিনিটে মিলানকে লিড এনে দেন জ্লাতান ইব্রাহিমোভিচ। সোলিও মেইতের বাড়ানো বলকে গোলে রূপান্তর করেন এ সুইডিশ স্ট্রাইকার। প্রথমার্ধের শেষদিকে রোমেলু লুকাকুর সাথে দ্বন্দে জড়ান জ্লাতান। দুজনের বাগবিতন্ডায় লম্বা সময় বন্ধ থাকে খেলা। হলুদ কার্ড দেখিয়েও কাজ হয়নি। বিরতির জন্য মাঠ ছেড়ে যাবারে সময় আবারো লুকাকুকে উদ্দেশ্য করে বাজে মন্তব্য করেন ইব্রা। যদিও তাতে নজর দেননি রেফারি। তবে শেষ রক্ষা হয়নি জ্লাতানের। ৫৮ মিনিটে কোলারোভকে ফাউল করলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সুইডিশ তারকা। তাতেই ম্যাচের অবস্থা বদলায়। দশজনের মিলানকে চেপে ধরে ইন্টার। বারেল্লাকে ফাউল করলে পেনাল্টি পায় পিওলি শিষ্যরা। স্পট কিক থেকে লুকাকুর গোল। ১০ মিনিটের ইনজুরি টাইমকে কাজে লাগায় ইন্টার। ৯৭তম মিনিটে সেট পিস থেকে জয়সূচক গোলটি করেন ক্রিস্টিয়ান এরিকসেন






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply