করোনা টিকার জন্য অ্যাপ নিবন্ধনের বিকল্প তালিকার তৈরির দিকে হাঁটছে সরকার।
এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেশের সব জেলা প্রশাসক, মেয়র ও ইউএনওদের নির্দেশনাও দেয়া হয়েছে। তবে, স্বাস্থ্য অধিদপ্তরের দাবি, অ্যাপের সহায়ক হিসেবে কাজ করবে বিকল্প তালিকাটি। এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই।
করোনার টীকা এখন দেশে। অপেক্ষা শুধু প্রয়োগের। স্বাস্থ্য মন্ত্রনালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে বলা হয়েছে টিকা নিতে হলে নিবন্ধন করতে হবে অনলাইনে। এজন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস এবং এ টু আই সুরক্ষা নামে একটি অ্যাপ তৈরি করছে। যা ২৩ জানুয়রির মধ্যে যাচাই বাছাইয়ের কাজ শেষ হওয়ার কথা।
তবে ঝুঁকি এড়াতে বিকল্প পথেও হাটছে সরকার। এরইমধ্যে করোনা টিকার জন্য অগ্রাধিকারভুক্ত জনগোষ্ঠীর একটি তালিকা তৈরি করতে জেলা প্রশাসক, মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের দাবি, অ্যাপের সহায়ক হিসেবে কাজ করবে এই তালিকা। যেখানে শুরুতেই অগ্রাধিকার পাবেন, সরকারি কর্মচারিরা।
Tag: English News lid news national
No comments: