সাইফ-ডিম্পলদের জিভ কেটে দিলে পুরস্কার ১ কোটি রুপি!
সংগৃহীত
ছবি: সংগৃহীত
ওয়েব সিরিজ ‘তাণ্ডব’ নিয়ে আলোচনা-সমালোচনা থামছেই না। সাইফ আলি খান থেকে শুরু করে পরিচালক আলি আব্বাস জাফরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। ব্যাপক বিতর্কের মুখে পড়ে আগেই নিঃশর্ত ক্ষমা চেয়েছিল ‘তাণ্ডব’ ওয়েব সিরিজের নির্মাতারা।
কিন্তু তাতেও থামল না ঝড়। এবার ওয়েব সিরিজের অভিনয় শিল্পীদের জিভ কেটে আনলে ১ কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে মহারাষ্ট্র কারণি সেনা প্রধান অজয় সেঙ্গার।
পুরস্কার ঘোষণা করেই ক্ষান্ত হননি অজয়। সাফ জানিয়েছেন, ‘তাণ্ডব নির্মাতারা ক্ষমা চেয়েছেন, তবে সেটা যথেষ্ট নয়।' এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে।
এর আগে, ওয়েব সিরিজটি নিষিদ্ধের দাবি তুলেছিলেন বিজেপি নেতা কপিল মিশ্র। অভিযোগ করে তিনি বলেন, ‘তাণ্ডব’ দলিতবিরোধী। হিন্দু দেব-দেবীদের অপমান করা হয়েছে। ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে এটি।
‘তাণ্ডব’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন সাইফ আলি খান, ডিম্পল কাপাডিয়া, গওহর খানসহ আরও অনেকে। পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর। ক্রাইম, থ্রিলার, অ্যাকশন, পলিটিক্যাল ড্রামা ধাচের গল্পে নির্মিত হয়েছে এটি। ৯টি পর্বে মুক্তি দেওয়া হয়েছে ‘তাণ্ডব’
No comments: