উইন্ডিজকে বাংলাওয়াশের টার্গেটে কাল মাঠে নামছে টাইগাররা
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ওয়ানডে কাল চট্টগ্রামে। দূর্বল ক্যারিবীয়দের বিপক্ষে হোয়াইটওয়াশের লক্ষ্য স্বাগতিকদের। বিপরীতে ঘুরে দাঁড়াতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। সাগরিকায় ১৬ মাস পর ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। ম্যাচটি শুরু হবে যথারীতি সকালে সাড়ে এগারোটায়।
ষোলো মাস পর ক্রিকেটারদের পদচারনায় মুখর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ঘরের মাঠে নতুন পরিচয়ে ফিরছেন তামিম ইকবাল। অধিনায়ক হয়ে।
সিরিজ জেতার প্রথম লক্ষ্যপূরণ হয়েছে বাংলাদেশের। তবে পুরো দল এখনো একাট্টা বাকি ম্যাচ জিতে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করতে। তাই দলে পরিবর্তন আসলেও ব্যাপক হবে না তার পরিধি। গুঞ্জন রুবেল হোসেনকে বাইরে রেখে একাদশে দেখা যেতে পারে পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনকে।
এই মাঠে ১৯ ম্যাচের ১২ ওয়ানডে জিতে পরিসংখ্যানে অনেক এগিয়ে স্বাগতিকরা। ১৩ ম্যাচে পরে ব্যাট করা দল জিতেছে। সিরিজেও প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে পরে ব্যাট করে।
যেখানে ব্যাটসম্যানদের খুব বেশি পরীক্ষা হয়নি। বড় স্কোর করায় বা তাড়া করায়। তারপরও নেটে তামিম, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহরা প্রস্তুতি নিয়েছেন যে কোনো পরিস্থিতির জন্য।
প্রথম দুই ম্যাচেই লিটন দাস আর নাজমুল হোসেন শান্ত ব্যর্থ বড় স্কোর করতে। তাদেরও দেখা মিলেছে ব্যাট আর বলের সংযোগ স্থাপনে।
বিপরিতে বোলিং ডিপার্টমেন্ট সফল। সাকিব, মেহেদী মিরাজের স্পিনের বিষে নীল ক্যারিবিয়রা। সাগরিকার উইকেটও বরাবরই স্পিন ফ্রেন্ডলি। তাই শেষ ওয়ানডেতেও ব্যবধান গড়ে দিতে পারেন ঘূর্ণিবলের জাদুকররা। ক্যারিবিয় আকিল হোসেনকেও গোনায় ধরতে হবে।
এবার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করতে পারলে তা হবে ক্যারিবিয়দের বিপক্ষে দ্বিতীয়। ২০০৯ এ ওয়েস্ট ইন্ডিজ গিয়ে যে কাজটা প্রথম করেছিলো বাংলাদেশ। ওয়ানডেতে ১৩বার হোয়াইটওয়াশ করার কীর্তি আছে বাংলাদেশের।
Tag: English News games
No comments: