শ্রীদেবীর চরিত্রে জাহ্নবী!
শ্রীদেবীর চরিত্রে জাহ্নবী!
রিমেক হচ্ছে ভারতের ইতিহাসের আলোচিত সিনেমা ‘মিস্টার ইন্ডিয়া’। এতে জুটিবদ্ধ হয়েছিলেন অনিল কাপুর ও প্রয়াত শ্রীদেবী। এবার এ সিনেমার রিমেক করবেন পরিচালক আলি আব্বাস জাফর। এ ঘোষণা আসার পর থেকেই বি-টাউনে তুমুল আলোচনা।
আলোচনার মূল বিষয়- শ্রীদেবীর চরিত্রে কে অভিনয় করছেন? শোনা যাচ্ছে, রিমেকে শ্রীদেবীর চরিত্রে অভিনয় করবেন তার মেয়ে জাহ্নবী কাপুর। এমন তথ্যই প্রকাশ করেছে একাধিক ভারতীয় গণমাধ্যম।
জানা গেছে, শ্রীদেবী অভিনীত ‘সীমা সনি’ চরিত্রে অভিনয় করবেন জাহ্নবী। ভারতীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। আলি আব্বাস জাফর বলেন, এটি সত্যি এখনও বলা মুশকিল। তাবে শ্রীদেবীর চরিত্রে জাহ্নবীকে দেখতে পেলে নিঃসন্দেহে খুশি হবেন বনি কাপুর।’
রিমেক সিনেমাটিও পরিচালনা করবেন বনি কাপুর। এ জন্যই বারবার আলোচনায় এসেছে জাহ্নবীর নাম। জাহ্নবীর বিপরীতে অভিনয় করতে পারেন অর্জুন কাপুর। যদিও এটি এখনও নিশ্চিত না। পরিচালকের বক্তব্য, সবঠিক হলে আনুষ্ঠানিক ঘোষণায় জানাব বিস্তারিত।
No comments: