মুমিনুলের সেঞ্চুরি, লিড পেরোল সাড়ে ৩০০
অধিনায়কের সেঞ্চুরি। চট্টগ্রামে জহুর আহমেদ স্টেডিয়াম যেন তার কাছে স্বর্গীয় আনন্দের মতোই। ক্যারিয়ারে ১০টি সেঞ্চুরির মধ্যে এই মাঠেই যে করেছেন সাতটি! মুমিনুলের ব্যক্তিগত দশম শতকে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে এখন চালকের আসনে বাংলাদেশ। লিড পেরিয়ে গেছে সাড়ে ৩০০। মুমিনুলকে যোগ্য সঙ্গ দিয়ে ফিফটি তুলে নিয়েছেন লিটন দাস। দুজনের জুটিতে শক্ত অবস্থানে টিম টাইগার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ১৯২ রান। এর আগে ৩ উইকেটে ৪৭ রান নিয়ে কাল তৃতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। শনিবার (৬ ফেব্রুয়ারি) প্রথম সেশনে ২৯ ওভারে ১ উইকেট হারিয়ে ১০২ রান তুলেছে মুমিনুল হকের দল। লিড বাড়িয়ে নিতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মুমিনুল। প্রথম সেশনে তুলে নিয়েছেন ফিফটি। দিনের একমাত্র আউট হওয়া ব্যাটসম্যান মুশফিক। তিনি ফিরে গেছেন ৪৮ বলে ১৮ রান করে। আরও পড়ুন: বড় লিডের পথে বাংলাদেশ এর আগে দ্বিতীয় ইনিংসের শুরুতে তিন টপ অর্ডারকে হারিয়ে চাপে পড়েছিল। শুরুতেই কোনো রান না করেই ফিরে যান তামিম ও শান্ত। এ ছাড়া সাদমান ফিরে যান ৫ রান। তবে এমন বিপর্যয় থেকে টেনে তোলেন অধিনায়ক মুমিনুল। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৫৯ রানে অলআউট হয় সফরকারীরা। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ৪৩০ রান।Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: