তুষারপাত-ঝড়ে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ
তীব্র তুষারপাত আর প্রচণ্ড ঠাণ্ডায় কাঁপছে গোটা যুক্তরাষ্ট্র। অরেগন থেকে টেক্সাস হয়ে নিউ অরলিন্স আর পূর্বে ওয়াশিংটন, প্রতিকূল আবহাওয়ায় বিপর্যস্ত এসব অঞ্চলের জনজীবন। পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে ভার্জিনিয়া, মিসৌরি এবং টেক্সাসে। ভার্জিনিয়ার রিচমণ্ডে ভারী তুষারপাতের পাশাপাশি বইছে কনকনে ঠাণ্ডা বাতাস। সেইসঙ্গে, তীব্র তুষারঝড়ের সতর্কতাও জারি করেছে স্থানীয় আবহাওয়া দফতর। প্রয়োজন ছাড়া ঘর বের না হওয়ার নির্দেশনাও জারি করা হয়েছে। অন্যদিকে, মিসৌরির সেন্ট লুইসেও তাপমাত্রা শূন্য ডিগ্রির কাছাকাছি। দুই একদিনের মধ্যেই এটি হিমাঙ্কের নিচে নেমে আসবে বলে আশঙ্কা আবহাওয়া দফতরের। ভারী তুষারপাতে ঢেকে গেছে গোটা শহর। ব্যাহত হচ্ছে যান চলাচল। একই পরিস্থিতি টেক্সাসেও। অঙ্গরাজ্যটির পশ্চিমাঞ্চলজুড়ে অব্যাহত রয়েছে তীব্র তুষারপাত। এতে, রাস্তায় পুরু বরফের স্তর জমায়, যানবাহন চালাতে বেগ পেতে হচ্ছে চালকদের। এদিকে, তীব্র তুষারপাত আর প্রতিকূল আবহাওয়ায় বিপর্যস্ত ইউরোপের কয়েকটি দেশ। এর মধ্যে রাশিয়ায় শনিবার স্মরণকালের রেকর্ড পরিমাণ তুষারপাতের পর রোববারও তা অব্যাহত ছিল। এতে, এক প্রকার ভেঙে পড়েছে রাজধানী মস্কোর জনজীবন। ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বিমানবন্দরগুলোতে দেখা দিয়েছে ফ্লাইটের শিডিউল বিপর্যয়। শহরটিতে আগামী দুইদিন ৬০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাতের আশঙ্কা করছে স্থানীয় আবহাওয়া কর্তৃপক্ষ। এছাড়াও, ভারী তুষারপাত আর তীব্র ঠাণ্ডায় বিপর্যস্ত ইউরোপের আরেক দেশ গ্রিসের জনজীবনও।Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: