না ফেরার দেশে চলে গেল বাল্যবন্ধু সাইদুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। বড় অসময়েই চলে গেলে বন্ধু। সাইদুরের সাথে আমার ব্ন্ধুত্বের শুরু ১৯৭৬ সালে যখন আমরা মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রণিতে ভর্তি হই। সাইদুরের সাথে ঘনিষ্ঠতা বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছায় যখন আমরা একে অপরকে উস্তাত বলে সম্বোধন করতে থাকি। পরবর্তীতে উস্তাত সাগরেদ সম্পর্কটাই স্থায়ী হয়ে যায়। আমি ভর্তি হয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বোটানিতে আর সাইদুর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে। যদিও আমরা বিজ্ঞানের ছাত্র ছিলাম। সাম্প্রতিককালে যদিও সরাসরি দেখা সাক্ষাৎ খুব কম ছিল কিন্তু ফোনে মাঝেমধ্যে কথা হতো। সর্বশেষ সম্ভবত ২০ জানুয়ারি উস্তাদের সাথে আমার শেষ কথা হয়। তখন সে আমার পি.এইচ-ডি থিসিসটা চেয়েছিল। পঠন বিষয়ে কিছু কাজ করার কথা বলছিল। হয়তো তার কোন পরিকল্পনা ছিল। আমি পরদিনই আমার থিসিসটা সাইদুরকে ইমেইল করি। মনে করেছিলাম আমার ইমেইল পেয়েই নিশ্চয় যোগাযোগ করবে। কিন্ত তার পরিবর্তে ফেসবুকে দেখতে পেলাম উস্তাদ হসপিটালে ভর্তির খবর। গতকাল ফেসবুক স্ট্যাটাসে জানতে পারলাম উস্তাদ লাইফ সাপোর্টে। আর আজ সকালেই সে অনন্তের পথে। ওপারে ভাল থেকে বন্ধু। পরিবারের সকলের প্রতি সমবেদনা জানাই।///-নাফিজ খান
Home
»
others
»
Zilla News
» ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সাইদুর বড় অসময়েই চলে গেল ---নাফিজ খান
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: