তাইজুলের পর রাহির সাফল্য
দ্বিতীয় সেশনের শুরুতেই উইকেট পেয়েছেন পেসার আবু জায়েদ রাহি। ছবি : সংগৃহীত
প্রথম সেশনে বাংলাদেশকে একমাত্র সাফল্য এনে দেন স্পিনার তাইজুল ইসলাম। ক্যারিবীয়দের ওপেনিং জুটি ভাঙেন তিনি। তাইজুলের পর দ্বিতীয় সেশনের শুরুতেই উইকেট পেয়েছেন পেসার আবু জায়েদ রাহি। শেন মোজলেকে বোল্ড করে ফিরিয়ে দিয়েছেন এই অভিজ্ঞ পেসার।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের ২০ ওভার পর্যন্ত ক্যারিবীয়দের ওপেনিং জুটি ভাঙতে পারেননি বাংলাদেশের বোলাররা। অবশেষে ২১তম ওভারে সাফল্য এনে দেন তাইজুল। প্রথম সেশনে তাইজুল ছাড়া আর কোনো সাফল্য পায়নি বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩৪ ওভারে দুই উইকেটে ৮৭ রান। উইকেটে আছেন ক্রেইগ ব্র্যাথওয়েট ও বোনার।
ম্যাচের ২০.৪তম ওভারে জন ক্যাম্পবেলকে এলবির ফাঁদে সাজঘরে পাঠান তাইজুল। অবশ্য তাইজুলের করা আবেদনের পর রিভিউ নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তাতে লাভ হয়নি। রিভিউতে স্পষ্ট আউট দেখানোয় ৩৬ রানে সাজঘরে ফিরতে হয়েছে ক্যাম্পবেলকে। ভেঙেছে ৬৬ রানের ওপেনিং জুটি। এরপর ৩৩.২ ওভারে দ্বিতীয় জুটি ভাঙেন রাহি।
ম্যাচটিতে একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে সৌম্য সরকার, আবু জায়েদ রাহি ও মোহাম্মদ মিঠুনকে। বাদ পড়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।
চোটের কারণে ম্যাচটিতে নেই মূল ভরসার মুখ সাকিব আল হাসান। তাঁর বদলে ডাক পেয়েছেন সৌম্য সরকার। অন্যদিকে চোটের জন্য ছিটকে যাওয়া আরেক ব্যাটসম্যান সাদমান ইসলামের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে মিঠুনকে। মুস্তাফিজের বদলে দলে এসেছেন রাহি।
অন্যদিকে শেষ ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। কেমার রোচকে ড্রপ দিয়ে আলজারি জোসেফকে সুযোগ দিয়েছে সফরকারীরা।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তাঁরা। ম্যাচটি শুরু যথারীতি সকাল সাড়ে ৯টা থেকে। সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন, টি স্পোর্টস ও নাগরিক টিভি।
সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামে কাইল মায়ার্সের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তুমুল লড়াইয়ের পর চতুর্থ ইনিংসে ৩৯৫ রানের পাহাড় টপকে রেকর্ড জয় তুলে নেয় সফরকারীরা। মায়ার্স তাঁর অভিষেক ম্যাচে খেলেন ২১০ রানের অপরাজিত ইনিংস। ওই ম্যাচে জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট।
Tag: English News games
No comments: