স্পেনে বার্সেলোনার ড্র
স্প্যানিশ লিগে হোঁচট খেয়েছে বার্সেলোনা। কাদিজের সাথে ১-১ গোলে ড্র করেছে কাতালান জায়ান্টরা। কাদিজ জুজু তাড়া করছে বার্সেলোনাকে। প্রথম লেগে ২-১ গোলে হারের পর এবার ড্র করেছে কাতালানরা।
সব ধরনের প্রতিযোগিতা মিলে সবশেষ ৩ ম্যাচের দুটিতে হারা কাতালান দলটি এবার পয়েন্ট হারাল লা লিগায়। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়া দলটির উপরই আস্থা রেখেছিলেন কুমান। তারা পারলেন না দলকে জয়ে ফেরাতে।
চাভি এর্নান্দেসকে (৫০৫) ছাড়িয়ে বার্সেলোনার হয়ে লা লিগায় সবচেয়ে বেশির ম্যাচ খেলার রেকর্ড গড়ার দিনে গোল পেলেন মেসি। কিন্তু শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হলো পয়েন্ট হারানোর হতাশায়।
অথচ প্রথমার্ধে মেসির পেনাল্টিতে এগিয়ে যায় বার্সা। ক্লাব রেকর্ড ৫০৬তম ম্যাচে গোলের দেখা পান এলএমটেন।
তবে ম্যাচের অন্তিম মুহুর্তে অ্যালেক্স ফার্নান্দেজের স্পট কিক জয় নিয়ে ফিরতে দেয়নি বার্সাকে। সাত ম্যাচ পর পয়েন্ট হারালো কোম্যান শীষ্যরা।
Tag: English News games
No comments: