টিকা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে কোনও কাজ হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, গুজব উপেক্ষা করে মানুষ করোনাভাইরাসের টিকা নিচ্ছে। বিভ্রান্তি ছড়িয়ে কোনও কাজ হয়নি।
আজ সোমবার ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে করোনার টিকা নিয়ে তিনি এ কথা বলেন।
ksrm
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সময়মতো টিকা বাংলাদেশে এসেছে এবং জনগণকে বিনামূল্যে দেয়া হচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শিতার কারণে করোনায় মৃত্যুর সংখ্যা কমে এসেছে। অনেক দেশ এখন পর্যন্ত করোনা টিকা পায়নি।
এর আগে টিকা নেন স্বরাষ্ট্রমন্ত্রী। টিকা নিয়ে নিজের কোনও সমস্যা হয়নি জানিয়ে সুরক্ষিত থাকতে সবাইকে তা নেয়ার আহ্বান জানান।
Tag: English News lid news national

No comments: