রেল এখন ঘুরে দাঁড়িয়েছে : মন্ত্রী
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন আজ শনিবার চট্টগ্রাম থেকে পটিয়া ও চট্টগ্রাম থেকে দোহাজারী লাইনে দুটি ডেমু ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : এনটিভি
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ২০১১ সালে বর্তমান সরকার রেলওয়েকে আলাদা মন্ত্রণালয় রুপান্তর করে রেলের উন্নয়নকে ত্বরান্বিত করেছে। রেল এখন ঘুরে দাঁড়িয়েছে।
আজ শনিবার চট্টগ্রাম থেকে পটিয়া ও চট্টগ্রাম থেকে দোহাজারী লাইনে দুটি ডেমু ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী এ কথা বলেন।
নূরুল ইসলাম সুজন বলেন, বিএনপি-জামায়াত জোট যখন ক্ষমতায় এসেছিল, তখন রেলওয়ের ১২ হাজার কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাই করে, রেলওয়েকে ধ্বংসের মধ্যে ফেলে দিয়েছিল। আর এখন সরকার রেলওয়ের উন্নয়ন করছে।
রেলমন্ত্রী বলেন, প্রতি জেলাকে রেলওয়ের সঙ্গে অন্তর্ভুক্ত করা হবে। আগামী বছরের ডিসেম্বর মাসে চট্টগ্রাম থেকে রেলের মাধ্যমে কক্সবাজার যাওয়া যাবে। কক্সবাজারকে সারা দেশের সঙ্গে যুক্ত করা হবে। সরকার এখন রেলওয়ের বেহাত হয়ে যাওয়া সম্পদ উদ্ধার করছে। রেলওয়ের কোনো জায়গা বেহাত হতে দেওয়া যাবে না।
দুটি ডেমু ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ, সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরীসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।
Tag: English News politics
No comments: