সব জেলায় করোনার টিকা পৌঁছে গেছে: স্বাস্থ্যমন্ত্রী
সব জেলায় করোনার টিকা পৌঁছে গেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, নির্ধারিত সময়ে আগামী ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকাদান কার্যক্রম শুরু হবে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীতে একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। টিকা নিতে সবাইকে উৎসাহিত করতে জনপ্রতিনিধিদের আহ্বান জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ইতোমধ্যে ৫শ'র বেশি মানুষ ভ্যাকসিন নিয়েছেন। তারা সবাই ভালো আছেন। ইতোমধ্যে সব জেলায় ভ্যাকসিন পৌঁছে গেছে। উপজেলায় পর্যন্ত পৌঁছে যাবে। আগামী ৭ ফেব্রুয়ারি সারা দেশে ভ্যাকসিনি কার্যক্রম শুরু হবে।
তিনি আরও বলেন, আমাদের মন্ত্রী, এমপি, সচিব মহোদয়কে আহ্বান করব তারাও ভ্যাকসিনে কার্যক্রমে অংশগ্রহণ করবে।
Tag: English News lid news politics
No comments: