সাদ্দামের গানে ইরফান-তিশা
‘ভুল জোছনায় একত্রে হেঁটেছিলাম’ শিরোনামের একটি নতুন নাটকে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও তাসুনভা তিশা। লুৎফর হাসানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সোহেল রাজ এবং রেজওয়ানুল ইসলাম সানজিদ। সম্প্রতি চিত্রায়ণ সম্পন্ন হয়েছে এ নাটকটির। ‘ভুল জোছনায় একত্রে হেঁটেছিলাম’ নাটকে থাকছে একটি মৌলিক গান। ‘এতো স্বপ্ন দেখার কি দরকার’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা ও সুর করেছেন নয়ন সাদ্দাম। সংগীতায়োজনে ছিলেন সাজিদ সরকার। গানটি প্রসঙ্গে নয়ন সাদ্দাম বলেন, এটি আমার প্রথম মৌলিক গান। ২০১৮ সালে গানটি করেছিলাম। পরে গেল বছর গানটিতে একটু ঘষামাজা করেছিলাম। এ গানটি নাটকের গল্পের সঙ্গে অনেকটাই মিলে যায়। তাই গল্পের প্রয়োজনে গানটি ‘ভুল জোছনায় একত্রে হেঁটেছিলাম’ নাটকে যোগ করা হয়েছে। গানটি নিয়ে আশাবাদী তরুণ এ গায়ক। খুব শিগগিরই নাটকটি প্রচারে আসবে বলে জানান তিনি।Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: