Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » সাকিব না থাকলে টিম চলবে না এমন নয়: মুমিনুল




সাকিব না থাকলে টিম চলবে না এমন নয়: মুমিনুল

ইনজুরির কারণে ২য় টেস্টের দল থেকে ছিটকে পড়েছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের ছিটকে পড়া অপূরণীয় ক্ষতি। বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হকও মানেন সেটি। তবে এ নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা না করার পরামর্শ দিয়েছেন মুমিনুল। জানিয়েছেন, দল একজনের ওপর নির্ভরশীল হয়ে থাকতে চায় না। মুমিনুল বলেন, যেহেতু সাকিব ভাই নাই, আমার দুইটা নতুন প্লেয়ার খেলাতে হবে। তবে এটা নিয়ে বেশি ভাবছি না। সাকিব ভাই নেই, এটা আপনি যেভাবে নিবেন আর কি! সাকিব আল হাসান না থাকলে, বাংলাদেশ টিম চলবে না বিষয়টা এমন না। সাকিব ভাই ছিলেন না এমন আগেও হয়েছে। এবারই প্রথম আমি ক্যাপ্টেন হিসেবে ওনাকে পেয়েছিলাম। এখন আবার পাচ্ছি না। সুতরাং এটা বড় ব্যাপার না। এটা নিয়ে বেশি ভাবতে চাচ্ছি না। ঢাকা টেস্টে ইনজুরড সাকিবের পরিবর্তে দলে ডাকা হয়েছে সৌম্য সরকারকে। তাকে অন্তর্ভুক্ত করার কারণটাও ব্যখ্যা করলেন মুমিনুল। টেস্ট অধিনায়ক বলেন, সাকিব ভাই না থাকলে ২টা প্লেয়ার নিতে হয়। বোলিং-ব্যাটিং দুটাই পারেন এমন একজন দরকার হয়। সেজন্যে তার বিকল্প হিসেবে এমন একজনকে নিতে হবে যে দুটাই পারবে। আগের ম্যাচের দুঃস্মৃতির কথা মোটেও ভাবছেন না মুমিনুল হক। বরং প্রত্যয় ব্যক্ত করলেন ঘুরে দাঁড়ানোর। তিনি বলেন, যেটা চলে গেছে সেটা নিয়ে ভাবছি না। ওখান থেকে পজিটিভ দিকগুলো নিয়ে এগিয়ে যাবো। ইনশাআল্লাহ কালকে একটা ভালো ম্যাচ উপহার দিতে পারবো। ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে নামলে দেশে হোক, দেশের বাইরে হোক একটা প্রেশার থাকেই। সেই প্রেশারটা নিয়েই খেলতে হবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply