তুরস্কে মিলল সেই রহস্যজনক মনোলিথ
বার বার এমন এক জিনিস সামনে আসছে বিশ্বজুড়ে, যা সত্যিই অবাক করছে। রোম, রোমানিয়া, ক্যালিফোর্নিয়া, টেক্সাস ও ভারতেও পাওয়া গিয়েছে এক রহস্যময় ধাতব পিন্ড (মনোলিথ)। এবার ৯.৮ ফুট উচ্চতার রহস্যজনক এই ধাতব আকৃতির দেখার মিলল তুরস্কের দক্ষিণাঞ্চলের একটি পুরনো মন্দিরের কাছে।
সন্ধান পাওয়া মাত্রই ওই এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা সদস্যরা। তুরস্কের ওই জায়গাটি পর্যটকদের আনাগোনায় ব্যস্ত থাকে। বিশ্বের আরো বেশ কয়েকটি দেশের মতো তুরস্কেও খোলা ময়দানে মনোলিথ পাওয়ায় কৌতূহল সৃষ্টি হয়েছে জনমণে।
কে বা কারা এটি এখানে রেখেছে এর কূলকিনা বের করতে পারেনি বিশেষজ্ঞরা। ওই এলাকায় জনসাধারণে প্রবেশে সাময়িক সময়ের জন্য নিষেধ করা হয়েছে।
আরো পড়ুন: গণতন্ত্রের দাবিতে উত্তাল মিয়ানমার
কি এই মনোলিথ? অনেকটা আ্যালুমিনিয়ামের তৈরি বড় আয়নার মতো একটি ধাতব বস্তু। কিন্তু এটি আদতে অ্যালুমিনিয়াম না অন্য ধাতু তা গবেষণা করছেন বিজ্ঞানীরা।
বিশেষজ্ঞদের মতে, এর সঙ্গে অন্য যোগ থাকতে পারে। মনে করা হচ্ছে এলিয়েনদের সঙ্গেও এর যোগসূত্র থাকতে পারে। যদি তাই হয়, তবে বিষয়টি বেশ চিন্তার। অনেকে আবার মনে করছেন পুরো বিষয়টাই ভূতুড়ে। সোশ্যাল মিডিয়া জুড়ে এই নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়েছে। এখন দেখার এই মনোলিথ আসলে কি সেটা জানা যায় কিনা।
Tag: English News world
No comments: