ছেলের নাম জানালেন পিয়ার স্বামী
প্রথমবারের মতো মা হয়েছেন মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। গত রোববার (০৭ জানুয়ারি) বিকেল ৩টা ৪৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পুত্রসন্তান জন্ম দিয়েছেন এ অভিনেত্রী। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পিয়ার মা মাহবুবা চৌধুরী।
এদিকে ছেলের নাম জানিয়েছেন পিয়ার স্বামী ফারুক হাসান সামীর। পিয়া-সামীর দম্পতির প্রথম সন্তানের নাম অ্যারিস হাসান। বাবার হওয়ার অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, এই মুহূর্তের অনুভূতি ব্যাখ্যা করার মতো না। ছেলেকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে কেঁদে ওঠল। হাত-পা ছোড়াছুড়ি করছিল।
সন্তানের নাম আগে থেকেই ঠিক করা ছিল বলেও জানান সামীর। তিনি আরও জানান, আপাতত ছেলের ছবি প্রকাশ করবেন না তারা। সময় হলেই সন্তানকে প্রকাশ্যে আনবেন।
২০১৪ সালে পূর্বপরিচিত ফারুক হাসান সামীরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন পিয়া জান্নাতুল। সন্তান নেওয়ার জন্য ২০২০ সালটি ছিল তার পছন্দ। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন পিয়া। গত বছর অক্টোবরে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি নিজেই জানিয়েছিলেন পিয়া
No comments: