সৌদিতে অগ্নিদগ্ধ হয়ে সাতজনের মৃত্যুতে শোকের মাতম
পরিবারে একটু স্বচ্ছলতার আশায় প্রিয়জন ফেলে গিয়েছিলেন সৌদিতে। কিন্তু নির্মম নিয়তি। প্রবাসেই আগুনে পুড়ে বিলীন সেই স্বপ্ন। নিহত সাতজনের মধ্যে ৫ জনের বাড়ি চট্টগ্রাম ও কক্সবাজারে। তাদের পরিবারে এখন চলছে শোকের মাতম। প্রধান উপার্জনক্ষম মানুষদের হারিয়ে ঘোর অন্ধকারে স্বজনরা।
পরিবারের উপার্জনক্ষম দুই সন্তানই অগ্নিকাণ্ডে নিহত। তাই বৃদ্ধ বাবার এমন বুকফাটা আর্তনাদে ভারী লোহাগাড়ার পরিবেশ। তবে চিৎকার করে কাঁদার শক্তিও যেন নেই মা হালিমা বেগমের। বুকের ধন হারিয়ে শোকে রীতিমতো স্তব্ধ তিনি।
বুধবার রাতে, সৌদি আরবের মদিনায় সোফা কারখানায় আগুনে নিহত সাতজনের মধ্যে দুই সহোদর মিজান এবং আরাফাতের মৃত্যুতে শুধু পরিবার নয়, শোকের মাতম চলছে পুরো এলাকায়।
এমন শোকের মাতম চলছে, কক্সবাজারের মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকায়ও। একই দুর্ঘটনায় প্রাণ গেছে এখানকার পাশাপাশি বাড়ির ইছহাক মিয়া, আবদুল আজিজ আর রফিক উদ্দিনের।
স্বজন হারিয়ে চরম বিপাকে পড়া এসব পরিবারকে সহায়তার আহ্বান জানান স্থানীয় জনপ্রতিনিধিরা।
একইসাথে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনতে সরকারের সহযোগিতাও চান স্বজনরা।
Tag: Zilla News
No comments: