যুক্তরাষ্ট্রে শিশুর মুখে পেপার স্প্রে মারল পুলিশ, নিন্দার ঝড় ( যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নয় বছরের এক কন্যাশিশুর মুখে পুলিশ পেপার স্প্রে মরার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিন্দার ঝড় বইছে দেশটিতে। এ ঘটনার সঙ্গে জড়িত একাধিক পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ব্রাটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, নিউইয়র্কের রচেস্টারের এ ঘটনায় কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। কতজন পুলিশ কর্মীকে বরখাস্ত করা হয়েছে, তা এখনো পরিষ্কার নয়। যতক্ষণ পর্যন্ত রচেস্টার পুলিশের তদন্ত শেষ না হচ্ছে, তত দিন তারা বরখাস্ত থাকবেন। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, রচেস্টারে শিশুটির হাতে হাতকড়া পরিয়ে তার মুখে পেপার স্প্রে করে পুলিশ। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গত রোববার পুলিশের বডি ক্যামেরা ফুটেজ প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, পুলিশ কর্মীরা কন্যাশিশুর ওপর এই নির্মম নিপীড়ন করছে। একজন পুলিশ অফিসারকে বলতে শোনা যায়, ‘শিশুর মতো ব্যবহার করা বন্ধ কর।’ জবাবে মেয়েটি বলে, ‘আমি তো শিশুই।’ পুলিশের দাবি, মেয়েটি তাদের কথা শোনেনি। তারপর হাতকড়া পরা মেয়েটির মুখে তারা ‘কিছু’ স্প্রে করে। ডেপুটি পুলিশ প্রধান অ্যান্দ্রে অ্যান্ডারসন বলেছেন, মেয়েটির মানসিক স্বাস্থ্য ঠিক ছিল না। সে আত্মহত্যা করতে চেয়েছিল। তার মায়ের ক্ষতি করার কথাও বলছিল
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: