sponsor

sponsor

Slider

বিশ্ব

জাতীয়

রাজনীতি

খেলাধুলা

বিনোদন

ফিচার

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » করোনায় বিরল সাদা বাঘের দুই শাবকের মৃত্যু
করোনায় বিরল সাদা বাঘের দুই শাবকের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে মাত্র আড়াই মাস বয়সেই প্রাণ হারিয়েছে দুটি সাদা বাঘের বাচ্চা। পাকিস্তানের লাহোর চিড়িয়াখানায় এ ঘটনা ঘটে। খবর ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজের। খবরে বলা হয়, খাঁচার মধ্যে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে সাদা বাঘ দুটি। প্যানলেউকোপেনিয়া ভাইরাসে আক্রান্ত হয়েছে বাচ্চা বাঘ দুটি- এই ভেবে পশু চিকিৎসক তাদের চিকিৎসা শুরু করেন। কিন্তু কিছুদিনের মধ্যেই তারা মারা যায়। এরপরেই তাদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সেখানে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল বাঘ দুটি। তাদের ফুসফুস একেবারে নষ্ট হয়ে গিয়েছিল। ঘটনার পর প্রশ্নের মুখে পড়ে লাহোর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চিড়িয়াখানার ডেপুটি ডিরেকটর কিরণ সলীম সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বাঘ দুটির মৃত্যুর পর সেখানকার সকল কর্মকর্তাদের করোনা পরীক্ষা করানো হয়েছিল। এতে ছয়জনের শরীরে করোনা পজিটিভের প্রমাণ মেলে। যার মধ্যে বাঘ দুটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে যিনি ছিলেন তিনিও আক্রান্ত ছিলেন। মনে করা হচ্ছে, ওই ব্যক্তি থেকেই বাঘ দুটি করোনায় আক্রান্ত হয়। ঘটনার পর থেকেই পাকিস্তানের চিড়িয়াখানায় পশুদের অবস্থা ও রক্ষণাবেক্ষণে অবহেলা নিয়ে সোচ্চার হন পশুপ্রেমীরা। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। প্রসঙ্গত, গত বছর পেশোয়ারের চিড়িয়াখানায় চারটি জিরাফ ও ইসলামাবাদ চিড়িয়াখানায় দমবন্ধ হয়ে দুটি সিংহের মৃত্যুর খবর সামনে এসেছিল। এমনকি পশুদের অস্বাস্থ্যকর পরিবেশের জন্য গত ডিসেম্বরে দুটি ভালুককে ইসলামাবাদ চিড়িয়াখানা থেকে জর্ডনের অভয়ারণ্যে পাঠানো হয়। দীর্ঘদিন ধরে বন্দি একটি হাতিকেও কম্বোডিয়ার অভয়ারণ্যে পাঠানো হয়েছে।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply