Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » কানাডায় অক্সফোর্ডের ভ্যাকসিন অনুমোদন




কানাডায় অক্সফোর্ডের ভ্যাকসিন অনুমোদন

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের অনুমোদন দিতে যাচ্ছে হেলথ কানাডা। এটি হবে দেশটিতে অনুমোদন পাওয়া তৃতীয় ভ্যাকসিন। পাশাপাশি চতুর্থ ভ্যাকসিনের অনুমোদন দিতেও খুব বেশি সময় লাগবে না বলে স্বাস্থ্য কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন। হেলথ কানাডার প্রধান জনসংযোগ কর্মকর্তা এরিক মরিসেটে বলেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আবেদনটি ১ অক্টোবর থেকে পর্যালোচনা করে দেখেছে এ সংক্রান্ত কমিটি। অনুমোদনের আগে এখন তারা অ্যাস্ট্রাজেনেকার কাছ থেকে উৎপাদন প্রক্রিয়া-সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদনের অপেক্ষায় আছেন। হেলথ কানাডার চিফ মেডিকেল অ্যাডভাইজার ডা. সুপ্রিয়া শর্মা এ মাসের গোড়ার দিকে বলেছিলেন, ট্রায়ালে কিছু স্বেচ্ছাসেবক অ্যাস্ট্রাজেনেকার অর্ধেক ডোজ ভ্যাকসিন নেওয়ায় এটি পর্যালোচনা করা কিছুটা জটিল। এরপর যুক্তরাজ্যে বড় পরিসরে ট্রায়াল চললেও মরিসেটে বলেন, মার্চ পর্যন্ত ট্রায়ালের ফল পাওয়া যাবে না। কিন্তু হেলথ কানাডা সব ক্লিনিক্যাল ডাটা প্রয়োজন বলে মনে করছে। এদিকে জনসন অ্যান্ড জনসন তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের ফল ঘোষণার পর চতুর্থ টিকা অনুমোদনের বিষয়টিও সামনে চলে এসেছে। সিঙ্গেল ডোজের টিকাটির অনুমোদন চেয়ে গত ৩০ নভেম্বর হেলথ কানাডার কাছে আবেদন জমা দেয় জনসন অ্যান্ড জনসন। কানাডায় গত ১৪ ডিসেম্বর থেকে ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। সম্মুখসারির স্বাস্থ্যকর্মী, লং-টার্ম কেয়ার হোমের বাসিন্দা ও কর্মীরা আগে টিকা পাচ্ছেন। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে সবাইকে করোনাভাইরাসের টিকা দেওয়া সম্ভব হবে বলে আশ্বস্ত করেছে দেশটির সরকার। আর আগামী মাসের শেষ নাগাদ ৩ কোটি নাগরিককে টিকা দেওয়া হবে। জুনের শেষে ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে আরও এক কোটি কানাডিয়ানকে। সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৩৪ হাজার ১ শত ৮২ জন, মৃত্যুবরণ করেছেন ২১ হাজার ৪শ’ ৩৫ জন এবং সুস্থ হয়েছেন ৭ লাখ ৭৯ হাজার ৭ শ’ ৬১ জন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply