মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাঁড়াবাড়ীয়া গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন বাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছে। এসময় ঘরে রাখা মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শুক্রবার বিকেলের দিকে গাঁড়াবাড়ীয়া গ্রামের কাটু মিয়া,ইসকেন আলী ও সারথক আলীর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,বিকেলে কাটু মিয়ার ঘরে আগুনের সূত্র হয়। এসময় তার বাড়ির লােকজন আগুন নেভানাের চেষ্টা করার সময় ওই আগুন ছড়িয়ে প্রতিবেশী ইসকেন আলী ও সারথক আলীর বসত ঘরে লাগে। এসময় মেহেরপুর ফায়ার সার্ভিসের সদস্য ঘটনাস্থলে পৌঁছানাের আগেই তিনজনরই ঘর ও ঘরের মধ্য রাখা মালামাল পুড়ে মাটি ভেদ হয়ে যায়। এছাড়াও বেশ কিছু বিচালি পুড়ে গেছে।
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: