১০ জনের আটালান্টা ঘাম ঝরিয়েছে রিয়ালের
ম্যাচের ১৭ মিনিটে ১০ জনের দল হয়ে পড়া আটালান্টার বিপক্ষে জয় তুলতে ঘাম ঝরেছে রিয়াল মাদ্রিদের। জয়সূচক একমাত্র গোলটি আনতে আনতে ম্যাচ গড়িয়ে গেছে ৮৬ মিনিটে। গোলটি অবশ্য মূল্যবান অ্যাওয়ে গোলও।
বুধরাত রাতে চ্যাম্পিয়ন্স লিগে সেরা ষোলোর প্রথম লেগে আটালান্টার বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে প্রতিযোগিতাটির সফলতম দল রিয়াল মাদ্রিদ। ১৬ মার্চ ঘরের মাঠে ফিরতি লেগে আটালান্টার বিপক্ষে নামবে জিনেদিন জিদানের শিষ্যরা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ম্যাচের ১৭তম মিনিট। খেলায় গতি আসেনি। ঝিমিয়ে ঝিমিয়ে চলছে বল টোকাটুকি। সেসময় বাজে ভুলে খেলোয়াড় হারিয়ে বসে স্বাগতিকরা। মেন্ডিকে ফাউল করে সরাসরি লাল কার্ডে মাঠ ছাড়তে হয় রেমো ফ্রিয়লারকে।
প্রথমার্ধে দুদলই বেশকিছু সুযোগ তৈরি করেছে। গোল আদায় করতে পারেনি। দ্বিতীয়ার্ধেও দারুণ খেলছিল রিয়াল। কেবল গোলটাই পাচ্ছিল না।
সেই গেরো খোলে ৮৬ মিনিটে। জিদানের বুক থেকে পাথর নামান ফের্নান্দ মেন্ডি। বলের যোগানদাতা ছিলেন লুকা মদ্রিচ। বক্সের বাইরে থেকে জাল খুঁজে নেন মেন্ডি। ওই গোলেই নির্ঝর শ্বাস নেয়ার জয়ে মাঠ ছাড়ে মাদ্রিদিস্তারা।
Tag: English News games
No comments: