ভালোবাসা জীবনে আসবে না: পূজা চেরি
‘ভালোবাসা জীবনে আসবে না। আমার লাইফে ভালোবাসা বলে কিছু নেই। আমি একা আছি, ভালো আছি। কাজ নিয়ে ব্যস্ত আছি।’ ফোন রিসিভ করেই একদমে কথাগুলো বলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি। বলেই এক গাল হাসলেন তিনি।
হাসি থামিয়ে জিজ্ঞেস করলেন, কেমন আছেন? কুশল বিনিময় পর্ব সেরে নিজ থেকেই বললেন, ‘সবাই আমার প্রেম-ভালোবাসা নিয়ে জানতে চান। বয়ফ্রেন্ড আছে কী-না, কার সঙ্গে প্রেম করছি এসব বিষয়ে প্রশ্ন করেন। কিন্তু আমি প্রেম করছি না। কাজ নিয়েই ভাবছি।’
কার প্রতি পূজার ভালোবাসা বেশি? উত্তরে এ সুন্দরী বলেন, ‘আম্মু। আমাকে সবসময় আগলে রাখেন আম্মু। কলেজ কিংবা শুটিং, সবসময় আম্মু আমার ছায়াসঙ্গী। হয়তো সরাসরি মাকে ভালোবাসার কথা বলা হয় না তারপরও আম্মুর প্রতিই আমার ভালোবাসা সবচেয়ে বেশি।’
শুনলাম প্রচুর প্রেম প্রস্তাব পাচ্ছেন? স্বভাবসুলভ হেসে পূজা বলেন, ‘আগে তো আমাকে কেউ চিনত না। সিনেমায় অভিনয়ের পর থেকে বলা যায় নিয়মিত প্রেমের প্রস্তাব পাই। সেসব প্রস্তাবে সাড়া না দিলেও বিষয়টি আমার কাছে খারাপ লাগে না।’
আলাপের শেষে জানান, আজকের দিনে কোনো পরিকল্পনা নেই পূজার। কাছের বন্ধুদের সঙ্গে ফোনেই কথাবার্তা সারবেন তিনি। আপাতত নতুন সিনেমার কাজ নিয়ে ভাবছেন তিনি। হাতে আছে বেশ কয়েকটি সিনেমার গল্প। সময় হলেই সেগুলোর ঘোষণা দেবেন পূজা চেরি।
No comments: