Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » আন্দোলনকারীরা কৃষক নন, ‘জঙ্গি’ বললেন কঙ্গনা




কৃষক আন্দোলন নিয়ে রিহানার টুইটের পর উত্তাল প্রায় গোটা ভারত। ভারতের নিজস্ব বিষয় নিয়ে মার্কিন পপ তারকা রিহানা কেন মন্তব্য করছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন কঙ্গনা রানাউত। কৃষক আন্দোলন নিয়ে বুধবার (৩ ফেব্রুয়ারি) পুরো দিন ধরে কঙ্গনা যখন একের পর এক টুইট করছেন, সেই সময় দেশের একাধিক তারকা বিষয়টি নিয়ে মুখ খুলতে শুরু করেন। কৃষক আন্দোলনের মতো ভারতের নিজস্ব বিষয়ে যাতে বিদেশের কেউ নাক না গলান, সে বিষয়ে টুইট করেন শচীন টেন্ডুলকার। শচীনের ওই টুইটের পর সৌরভ গঙ্গোপাধ্যায়, অনিল কুম্বলে, রোহিত শর্মারাও বিষয়টি নিয়ে কথা বলেন। কৃষকরা যে আন্দোলন শুরু করেছেন, সেই সমস্যার সমাধান প্রয়োজন। কৃষকরা এ দেশের মেরুদণ্ড। ভারতবর্ষের মানুষ নিজেরাই এই সমস্যার সমাধান করতে পারবেন বলে মত প্রকাশ করেন রোহিত শর্মা। রোহিতের ওই টুইটের পর তার বিরুদ্ধে মুখ খুলেন কঙ্গনা রানাউত। তিনি বলেন, কৃষকদের উন্নতির জন্য যে আইন নিয়ে আসা হয়েছে, তার বিরুদ্ধে কৃষকরা কেন বিদ্রোহ করবেন? যারা এই ঝামেলা করছেন, তারা কৃষক নন, 'জঙ্গি'। 'সন্ত্রাসবাদীদের' তাদের নামে না ডেকে, কেন কৃষক বলে সম্বোধন করা হচ্ছে বলেও রোহিতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন কঙ্গনা। সত্যি কথা বলতে আপনাদের এত ভয় কেন- বলেও প্রশ্ন তোলেন বলিউড অভিনেত্রী। এদিকে বিদেশি অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দিয়ে টুইট করছেন একের পর এক বলিউড তারকা। অক্ষয় কুমার থেকে অজয় দেবগণ, করণ জোহর, কৈলাশ খের, অনুপম খের, লতা মঙ্গেশকররা সরব হন রিহানা, গ্রেটাদের মন্তব্যের বিরুদ্ধে। যে কোনও ধরনের মিথ্যা প্রোপাগন্ডার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেন অক্ষয়, করণরা। প্রসঙ্গত কৃষক আন্দোলন নিয়ে রিহানার, গ্রেটাদের টুইটের পর তাদের সমর্থন করেন দিলজিৎ দোসাঞ্জ, শিবানী দান্ডেকর, রিচা চাড্ডা, স্বরা ভাস্কররা। এমনকি রিহানার টুইটের পর তাকে নিয়ে গান বেঁধে ফেলেন দিলজিৎ দোসাঞ্জ। রিহানাকে নিয়ে দিলজিৎ এর সেই গান প্রকাশ্যে আসার পরই 'গুড নিউজ' অভিনেতার বিরুদ্ধে লেগে যান কঙ্গনা রানাউত। কৃষক আন্দোলন নিয়ে দিলিজিৎ এবং কঙ্গনার টুইট, পাল্টা টুইটে সরগরম হয়ে ওঠে সামাজিক মাধ্যম। সূত্র: জি নিউজ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply