খবরের জন্য ফেসবুক-গুগল থেকে অর্থ আদায়ে আইন পাস অস্ট্রেলিয়ায়
দুই টেক জায়ান্ট—গুগল ও ফেসবুককে নিউজ কনটেন্ট তাদের প্ল্যাটফর্মে প্রকাশের জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে অর্থ দিতে হবে। বিশ্বে প্রথম দেশ হিসেবে এমন আইন পাস করেছে অস্ট্রেলিয়া। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
কোনো সংবাদমাধ্যমের খবর প্রকাশ করলে সংশ্লিষ্ট প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে এর বিনিময়ে ওই গণমাধ্যমকে অর্থ দেওয়ার জন্য আইন চালু করা নিয়ে অস্ট্রেলিয়ায় বিতর্ক চলছিল অনেক দিন ধরে। কিন্তু, সেই বিতর্ক উপেক্ষা করে নতুন আইন পাস করল অস্ট্রেলিয়ার পার্লামেন্ট। সুদূরপ্রসারী এই আইন দেশের ঐতিহ্যবাহী সংবাদমাধ্যমগুলোকে টিকিয়ে রাখতে সাহায্য করবে বলে অসি সরকারের বক্তব্য। পাশাপাশি, সত্যনিষ্ঠ খবরের প্রতিও দায়বদ্ধ থাকা যাবে বলে অস্ট্রেলিয়া সরকার মনে করছে।
নতুন আইনে গুগল ও ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলোকে নিউজ কনটেন্ট প্রকাশ করতে হরে স্থানীয় সংবাদমাধ্যমকে অর্থ দিতে বলা হয়েছে। গুগল বা ফেসবুক তাদের প্ল্যাটফর্মে যে খবরগুলো রাখবে, তার জন্য ওই নির্দিষ্ট সংবাদমাধ্যমকে অর্থ দিতে হবে।
সার্চ ইঞ্জিন গুগল ডিজিটাল মাধ্যমে থাকা যেকোনো খবর খোঁজ করে পাঠকের সামনে তুলে ধরে। ওই সংবাদ গুগলের প্ল্যাটফর্মে থেকে যায়। সংবাদটি বা নিউজ কনটেন্টটি কতবার পড়া বা দেখা হয়েছে, তার ভিত্তিতে সেই সংবাদ বা কনটেন্টের জন্য গুগল বিজ্ঞাপন পেতে শুরু করে। বড় বড় সংস্থা গুগলকে ওই নিউজ কনটেন্টের জন্য বিজ্ঞাপন দেয়। ফেসবুকে বিষয়টি আরো সহজ। এই সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম তাদের নেটওয়ার্কে যে খবরগুলো থাকে, তার জন্য বিজ্ঞাপন সংগ্রহ করে। যে বিজ্ঞাপন তারা পায়, তার লভ্যাংশ কিন্তু সংশ্লিষ্ট গণমাধ্যমকে দেওয়া হয় না।
এই চিরাচরিত নিয়মটিকে ভেঙে দিয়েছে অস্ট্রেলিয়ার নতুন আইন। অস্ট্রেলিয়ার আইন বলছে, কোনো সংবাদমাধ্যম গুগল ও ফেসবুককের প্ল্যাটফর্মে নিউজ কনটেন্ট প্রকাশ করলে তার বিনিময়ে ওই সংবাদমাধ্যমকে অর্থ দিতে হবে। কারণ, গুগল ও ফেসবুক ওই কনটেন্ট থেকে অর্থ রোজগার করছে। যার লভ্যাংশ সংবাদমাধ্যমটিরও প্রাপ্য।
প্রথম থেকেই এই আইনের বিরোধিতা করছে গুগল ও ফেসবুক। সম্প্রতি প্রতীকীভাবে ফেসবুক অস্ট্রেলিয়ায় তাদের প্ল্যাটফর্ম থেকে সব সংবাদ ও নিউজ কনটেন্ট তুলে নিয়েছিল। যা নিয়ে অস্ট্রেলিয়াজুড়ে বিস্তর আলোচনা-সমালোচনা হয়েছিল। পরে অবশ্য ফেসবুক ফের নিউজ কনটেন্ট ফিরিয়ে আনে। গুগলও হুমকি দিয়ে রেখেছে, নতুন এই আইন চালু হলে তারা অস্ট্রেলিয়া থেকে তাদের প্রাথমিক সার্চ ইঞ্জিন তুলে নেবে।
আইনে অবশ্য বলা আছে, সংবাদমাধ্যমের সঙ্গে বোঝাপড়া করে নিতে পারবে ডিজিটল প্ল্যাটফর্মগুলো। এতে সমঝোতা না হলে স্বাধীন মধ্যস্থতাকারীর মাধ্যমে এ কাজ করা যাবে। গুগল ও ফেসবুক এরই মধ্যে অস্ট্রেলিয়ার বেশ কিছু সংবাদমাধ্যম এবং নিউজ গ্রুপের সঙ্গে আর্থিক লেনদেনের আলোচনা শুরু করেছে বলে জানা গেছে।
ডিজিটাল সংবাদমাধ্যমগুলো ভালো কনটেন্ট তৈরি করেও বিজ্ঞাপন পায় না। বেশ কিছুদিন ধরে এই বিষয়টি নিয়ে বিশ্বে আলোচনা হচ্ছে। যে মডেলে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো চলে তা নিয়েও বহু কথা হচ্ছে। দেখা যায়, ডিজিটাল মিডিয়ার ভালো কনটেন্ট থেকে গুগল ও ফেসবুক রোজগার করছে। কারণ, তারা বিজ্ঞাপন পাচ্ছে। অথচ সেই কনটেন্টের জন্য সংবাদমাধ্যমের পেজটিতে কেউ বিজ্ঞাপন দিচ্ছে না। অস্ট্রেলিয়ার নতুন আইন সেই সমস্যা অনেকটা দূর করবে বলে বিশেষজ্ঞেরা মনে করছেন। একই সঙ্গে ভুয়া খবরের ওপরেও এর ফলে নিয়ন্ত্রণ আসবে বলে অনেকের ধারণা।
Tag: English News lid news world
No comments: