Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ৪ বছরের মেয়ে খুঁজে পেল ২২ কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ!




৪ বছরের মেয়ে খুঁজে পেল ২২ কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ!

চার বছর বাচ্চা একটি মেয়ে খুঁজে পেল ডাইনোসরের পায়ের ছাপ। অস্ট্রেলিয়ার সাউথ ওয়েলসে ব্যারির কাছে এক সৈকতে বাবার সাথে হাঁটতে যেয়ে একটি পাথরের উপর ওই বিশাল পায়ের ছাপ আবিষ্কার করে শিশুটি। বিজ্ঞানীরা জানান, এই পায়ের ছাপ এক ডাইনোসরের, যা প্রায় ২২ কোটি বছরের পুরনো হতে পারে। লিলির মা সেলি স্যালি ওয়াইল্ডার এনবিসি নিউজকে জানান, শনিবার (৩১ জানুয়ারি) তার স্বামী মেয়েকে নিয়ে সৈকতের কাছে হাঁটতে বেরিয়েছিলেন। সেই সময় লিলি পাথরের উপর ছাপটি দেখতে পেয়ে বাবাকে দেখায়। লিলির বাবা এর একটি ছবি তুলে এনে আমাকে দেখায়। পরে আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি। ওয়েলসের জাতীয় জাদুঘরের এক অফিসার সিন্ডি হাওয়েলস জানিয়েছেন, ডাইনোসরের পায়ের ছাপ খুঁজে পাওয়ার জন্য এই সৈকত বিখ্যাত। তবে, লিলির আবিষ্কার আলাদা বৈশিষ্ট্য বহন করে। লিলির খুঁজে পাওয়া ছাপ এখনও পর্যন্ত পাওয়া সব থেকে ভালো নমুনা বলেও জানান তিনি। তিনি বলেন, ছাপটি ১০ সেন্টিমিটারের মতো লম্বা হবে। যে ডাইনোসরটির পায়ের ছাপ তার উচ্চতা বড় জোর ৭৫ সেন্টিমিটার এবং লম্বায় আড়াই মিটারের মতো। তবে এই পায়ের ছাপ দেখে ডাইনোসরটির কোন প্রজাতির, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। বিশেষ করে পায়ের ছাপটি যখন ২২ কোটি বছরের পুরনো। জীবাশ্মটি এই সপ্তাহেই তুলে জাদুঘরে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন সিন্ডি। সেখানে রেখে এটির উপর গবেষণা চলবে। এই ছাপটি দেখে ডায়নোসরটির পায়ের গঠন বেশ ভালই বোঝা যাচ্ছে। তাই এ থেকে অনেক নতুন তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply