জলবায়ু থেকে করোনা মোকাবিলা করা খুব সহজ: বিল গেটস
জলবায়ু পরিবর্তন মোকাবিলার চেয়ে করোনা ভাইরাস মোকাবিলা করা অনেক সহজ বলে মনে করেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিবিসির একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মূলত তিনি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। বিল গেটস বলেন, জলবায়ু পরিবর্তন পরিস্থিতি মোকাবিলা হবে সবচেয়ে আশ্চর্যজনক মানবিক কাজ। তবে এর তুলনায় খুব, খুব সহজ হলো করোনা মোকাবিলা করা। '৫১ বিলিয়ন এবং জিরো' জলবায়ু সম্পর্কে এই দুইটি নাম্বার আমাদের সবাইকেই জানা প্রয়োজন বলে মনে করেন মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা বিল গেটস। যেখানে ৫১ বিলিয়ন হল- বিশ্ব প্রতিবছর সাধারণত যত টন গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করে। আর ‘জিরো’ হলো এই লক্ষ্যে আমাদের যেতে হবে। তার নতুন বই ‘হাউ টু অ্যাভোয়েড অ্যা ক্লাইটমেট ডিজিসটার’ নিয়ে কথা বলতে গিয়ে এসব কথা বলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। প্রযুক্তি কীভাবে এই সংকট মোকাবিলায় সহায়তা করতে পারে তার ওপর গুরুত্ব দেন বিল গেটস। বায়ু এবং সৌর শক্তি বিদ্যুতের ব্যবহার কমিয়ে আনতে পারে মন্তব্য করে তিনি বলেন, তবে এই উৎস থেকে নিঃসরণ হওয়া গ্যাসের পরিমাণ ৩০ ভাগেরও কম। স্টিল, সিমেন্ট, পরিবহন ব্যবস্থা ও উৎপাদনকারী প্রতিষ্ঠান যে ৭০ ভাগ গ্যাস নির্গত করে তাও কমিয়ে আনতে হবে। আমাদের সে পথ নেই বলে মন্তব্য করে বিল গেটস বলেন, বেসরকারি খাতগুলোকেও আমাদের বলতে হবে, আমরা সবুজ পণ্য চাই। সাক্ষাৎকারে বিল গেটস বলেন, এই মুহূর্তে কার্বন ডাই–অক্সাইড নিঃসরণ করার সঙ্গে সঙ্গে আপনি যে ক্ষতি করছেন, তা দেখতে পাচ্ছেন না। এ সমস্যা মোকাবিলায় সরকারগুলোকে হস্তক্ষেপ করতে হবে।Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: