Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » অবশেষে জসুয়াকে ফেরালেন তাইজুল




অবশেষে জসুয়াকে ফেরালেন তাইজুল প্রথম দিনটি যেমন বাজে বোলিংয়ে শুরু করেছিল বাংলাদেশ, দ্বিতীয় দিনের শুরুর চিত্রও একইরকম। তবে ৯০ রানে থাকা এনক্রুমাহ বোনারকে আউট করে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফিরিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু সেই স্বস্তি কেড়ে নিলেন অপরপ্রান্তে টিকে থাকা জসুয়া দা সিলভা। আলজারি জোসেফকে নিয়ে জুটি গড়ে দুর্দান্ত খেলে যাচ্ছিলেন তিনি। এ জুটি যোগ করে ১১৬ রান। দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ায় ৩৮৭ রানে। অবশেষে জুটি ভাঙলেন বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম। আর্মবলে জুসায়কে ঘায়েল করলেন তাইজুল। বলটি সরাসরি ভেঙে দেয় জসুয়ার উইকেট। আউট হওয়ার আগে ১৮৭ বলে ৯২ রান করেন জসুয়া দা সিলভা, যা তার ক্যারিয়ারসেরা ইনিংস। দশটি চারের মারে এ ইনিংস সাজিয়েছিলেন জসুয়া। এদিকে অপরপ্রান্তে দুর্দান্ত খেলে হাফসেঞ্চুরি বাগিয়ে নিয়েছেন টেলএন্ডার ব্যাটসম্যান আলজেরি জোসেফ। ১০৫ বলে ৭২ রানে অপরাজিত আছেন তিনি। বাংলাদেশি বোলারদের তুলোধোনা করে যাচ্ছেন। ৪টি ছক্কার মেরেছেন ইতিমধ্যে। আজ সকাল থেকেই দ্রুতগতিতে রান এগিয়ে নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। মধ্যাহ্নবিরতির আগে মাত্র ১ উইকেট হারিয়ে ১০২ রান তুলেছে তারা। ২৬৬ রানে বোনার ফেরার পর বাংলাদেশের ম্যাচে ফেরার সুযোগ ছিল। কিন্তু অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা জসুয়ায় ডুবে যাচ্ছিল বাংলাদেশ। বলতে গেলে দায়িত্বটা বোনারের কাছ থেকে নিয়ে পুরোপুরি সফল হয়েছেন জসুয়া। প্রথমদিন সকালের দুই ঘণ্টায় ক্যারিবীয়রা করেছিল ৮৪ (এক উইকেটে)। আর আজ শুক্রবার দ্বিতীয়দিন লাঞ্চের আগে প্রথম সেশন ব্র্যাথওয়েটের দল তুলল ৮৮ রান। এবারও উইকেট পতন ঘটলো মোটে একটি। এরপর জসুয়া-জোসেফের ১১৬ রানের জুটি বড় সংগ্রহ এনে দিল সফরকারীদের। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় দিনে মধ্যাহ্নবিরতির পর দ্বিতীয় সেশনের খেলা চলছে। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৩৯৬ রান। ১০৮ বল খেলে ৮২ রানে অপরাজিত আলজারি জোসেফ। জসুয়ার পর মাঠে নেমেছেন রাহকিম কর্নওয়াল।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply