মৌলভীবাজারে বগি লাইনচ্যুত, সিলেটের পথে রেল বন্ধ
ট্রেনের চাকা লাইনচ্যুত। ছবি : সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মাইজগাঁও ও ভাটেরা রেলওয়ে স্টেশনের মাঝামাঝি এলাকায় তেলবাহী ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মাইজগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মনির উদ্দিন গণমাধ্যমকে বলেন, তেলবাহী ট্রেনটি সিলেট যাচ্ছিল। দুপুর আড়াইটার দিকে কুলাউড়া উপজেলার হোসেনপুর এলাকায় এটি লাইনচ্যুত হয়। ট্রেন চলাচল স্বাভাবিক করতে হাইড্রোলিক জ্যাক লাগিয়ে চাকা উঠানোর কাজ চলছে। বিকেল সাড়ে ৪টার দিকে রেললাইন চালু করা যাবে বলে আশা করছি।
Tag: English News Zilla News

No comments: