টিকা নিলেন খাদ্যমন্ত্রী, নেতিবাচক প্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
রাজধানীর শ্যামলীতে ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালে আজ সোমবার করোনার টিকা নিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
নভেল করোনাভাইরাসের টিকা নিয়ে নেতিবাচক প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রাজধানীর শ্যামলীতে ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালে আজ সোমবার করোনার টিকার প্রথম ডোজ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি। টিকা নেওয়ার পর তিনি কিছু সময় অপেক্ষা করেন। এ সময় তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন এবং কোনো পরিবর্তন অনুভব করছেন না বলে জানান।
মন্ত্রী বলেন, ‘স্বাধীনতার সময় থেকেই দেশবিরোধী একটি চক্র দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। যখন ভ্যাকসিন নিয়ে ভারতের সঙ্গে চুক্তি হয়, তখন তারা বলেছিল, ভ্যাকসিন এ দেশে আসবে না। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ভ্যাকসিন দেশে এসে পৌঁছেছে। এখন তারা ভ্যাকসিন নিয়ে নেতিবাচক অপপ্রচার চালিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।
খাদ্যমন্ত্রী আরো বলেন, ‘এখনো পৃথিবীর অনেক দেশ করোনার ভ্যাকসিন নিতে পারেনি। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক সাফল্য ও সেরা ব্যবস্থাপনায় বাংলাদেশ দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিন আনতে সক্ষম হয়েছে। করোনা মহামারিতে দেশের মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।’
সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘আমরা মন্ত্রীরা ভ্যাকসিন নিলাম। পরে যেন এই অপপ্রচারকারীরা আবার না বলে যে, জনগণকে রেখে সরকারের মন্ত্রী-এমপিরা ভ্যাকসিন আগে নিয়েছে।’
মন্ত্রী সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘নিজে ভ্যাকসিন নিন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। সর্বোপরি জাতিকে সুস্থ রাখতে সাহায্য করুন। কোনো অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না।’ দ্রুততম সময়ের মধ্যে জনগণের জন্য করোনা ভ্যাকসিনের ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান খাদ্যমন্ত্রী
Tag: English News world
No comments: