sponsor

sponsor

Slider

বিশ্ব

জাতীয়

রাজনীতি

খেলাধুলা

বিনোদন

ফিচার

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » চেন্নাইতে টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড
বিরাট কোহলি ও জো রুট। ছবি : ইসিবি আজ শুক্রবার থেকে মাঠে গড়ালো ভারত-ইংল্যান্ডের মধ্যকার চার ম্যাচের টেস্ট সিরিজ। চেন্নাইতে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতেছেন ইংলিশ অধিনায়ক জো রুট। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল ১০টায়। এটি ইংলিশ তারকা জো রুটের শততম টেস্ট। ২০১২ সালের ডিসেম্বরে ভারতের নাগপুরে সাদা পোশাকে অভিষেক হয়েছিল তাঁর। নিজের অভিষেক টেস্টের পর এবার শততম টেস্টটিও ভারতের মাটিতেই খেলছেন এই তারকা ক্রিকেটার। এদিকে ম্যাচটি দিয়ে ছুটি কাটিয়ে দলে ফিরেছেন ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। এরআগে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের পর ছুটিতে ছিলেন তিনি। এ ছাড়া অস্ট্রেলিয়া সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন রিশাব পন্ত। ইংল্যান্ডের বিপক্ষে চেন্নাই টেস্টে তাঁকেই উইকেটকিপার হিসেবে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। যে কারণে দলে থাকলেও ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টে খেলার সুযোগ হয়নি ঋদ্ধিমান সাহার। পন্তকে নিয়ে ম্যাচের আগের দিন অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘পন্ত সম্প্রতি অস্ট্রেলিয়ায় দারুণ খেলেছে এবং মানসিকভাবে সে ভালো অবস্থায় আছে। আমরা তাকে সব দিক দিয়ে উন্নতির সুযোগ দিতে চাই, সেটা সম্ভব হবে কেবল আরও ম্যাচ খেললে। বেশি ম্যাচ খেললে সে আরও আত্মবিশ্বাস পাবে। সে এই দলের মান বাড়িয়েছে। দল থেকে সে সমর্থন পাবে। কারণ সে মূল্যবান ক্রিকেটার। অবশ্যই সে ধারাবাহিকভাবে ভারতের ম্যাচজয়ী খেলোয়াড় হয়ে উঠতে পারবে।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply