ফ্রান্সে সাইবার হামলা চালানোর অভিযোগ অস্বীকার করল রাশিয়া
ফ্রান্সের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাইবার হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ফ্রান্স সরকারের এ সংক্রান্ত অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, তার দেশ কোনো ধরনের সাইবার অপরাধে জড়িত নয়।
পেসকভ আরো বলেন, বহুদিন ধরে সাইবার হুমকি মোকাবিলা করার আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করার দাবি জানিয়ে আসছে রাশিয়া।
ফ্রান্সের সাইবার নিরাপত্তা বিষয়ক জাতীয় সংস্থা এএনএসএসআই গতকাল (মঙ্গলবার) এক প্রতিবেদন প্রকাশ করে বলেছে, ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত ফ্রান্সের বিভিন্ন প্রতিষ্ঠান ও কোম্পানির বিরুদ্ধে ধারাবাহিক সাইবার হামলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলায় রাশিয়ার হাত ছিল।
ফ্রান্সের সাইবার নিরাপত্তা বিষয়ক জাতীয় সংস্থা আরো দাবি করেছে, এর আগে ‘স্যান্ডওয়ার্ম’ হ্যাকার গোষ্ঠী যে সাইবার হামলা চালিয়েছিল বিগত তিন বছরের সাইবার হামলার সঙ্গে তার মিল রয়েছে। স্যান্ডওয়ার্ম হামলার সঙ্গে রাশিয়া জড়িত বলে ব্যাপকভাবে ধারনা করা হয়।#
Tag: English News lid news world

No comments: