সোনালি মুরগির দাম কেজিতে বেড়েছে ১০০ টাকা
বাজারে ভোজ্যতেলের লাগামহীন দাম তার ওপর বাড়তি অস্বস্তি যোগ হয়েছে মুরগির দামে। সপ্তাহের ব্যবধানে সোনালি মুরগির দাম কেজিতে বেড়েছে ১০০ টাকা। পাশাপাশি চড়া দেশি ও ব্রয়লার মুরগির দামও।
রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, মুরগি বিক্রি হচ্ছে বাড়তি দামে। সীমিত আয়ের মানুষের আমিষের বড় উৎস ব্রয়লার ও সোনালি মুরগির দাম নাগালের বাইরে চলে যাচ্ছে। গত সপ্তাহে সোনালি মুরগি ২০০ টাকা কেজিতে কেনা গেলেও এখন তা ৩০০ টাকা। কেজিতে ১০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি মিলছে ১৬০ টাকায়। আর দেশি মুরগির বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৪৮০ টাকা কেজিতে। যা গত সপ্তাহে ছিল ৪০০ টাকা। বিক্রেতারা নানা অজুহাত দিলেও ক্রেতারা তা মানতে নারাজ।
এদিকে, সরকারিভাবে তেলের দাম বেঁধে দিলেও বাজারে প্রভাব নেই বাজারে। ৫ লিটার বোতলজাত তেল বিক্রি হচ্ছে ৫৯০ থেকে ৬২০ টাকায়। এতে ভোক্তাদের নয়, ব্যবসায়িদের স্বার্থ রক্ষা হচ্ছে বলে অভিযোগ ক্রেতাের।
নিত্যপণ্যের বাজারে অস্বস্তি যেন কাটছেই না। প্রতি সপ্তাহে দাম বাড়ছে কোনো না কোনো নিত্যপণ্যের। বাজার নিয়ন্ত্রণে সরকারী তদারকি জোরদারের আহ্বান ভোক্তাদের।
Tag: English News politics
No comments: