মেহেরপুরে সার পাচারের অভিযোগে এক ব্যক্তির কারাদণ্ড
বাংলাদেশী দস্তা সার ভারতে পাচার করার অভিযোগে মিনারুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৩ বছর সশ্রম কারাদণ্ড,২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রবিবার মেহেরপুর স্পেশাল ট্রাইবুনাল ২য় আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এর এ রায় দেন। মিনারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে ২০১৫ সালের ২৬ জুন তৎকালীন মুজিবনগর থানার এ এস আই আবু তাহের গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর-মুজিবনগর সড়কের গৌরীনগর নামক স্থানে একটি ইজিবাইক তল্লাশি চালিয়ে ৫৫ কেজি দস্তা সার উদ্ধার এবং মিনারুল কে আটক করেন। মিনারুল ওই দস্তা সার ভারতে পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল বলে মিনারুল জানায়।
Tag: others Zilla News
No comments: