Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » উপসচিব পদে আরও যারা পদোন্নতি পেলেন




উপসচিব পদে আরও যারা পদোন্নতি পেলেন

শিক্ষাছুটিতে থাকা কর্মকর্তাদের মধ্যে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন আরও ২৪ জন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রত্যেককে পৃথকভাবে চিঠি দিয়ে পদোন্নতির বিষয়টি অবহিত করা হয়েছে। প্রসঙ্গত, গত ৭ মার্চ প্রশাসনে উপসচিব পদে মোট ৩৫৯ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। এর মধ্যে শিক্ষাছুটিতে থাকা কর্মকর্তা ছাড়া অন্যদের পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হয়। শিক্ষাছুটিতে থাকা কর্মকর্তাদের মধ্যে উপসচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- একেএম ফজলুল হক (১৫৪৪১), মোহাম্মদ আলী মিয়া (১৫৯০৭), শাহেদ মোস্তফা (১৬০১১), মো. রেজাউল করিম (১৬০৫০), মোহাম্মদ আবদুল ছালাম (১৬০৭৮), সৈয়দ এনামুল কবির (১৭০৯৮), মো. আমিনুল ইসলাম (১৬১০০), মো. সামিউল মাসুদ (১৬১০১), মোহাম্মদ আবুল কালাম (১৬১৭০), মোহাম্মদ নাছির উল্লাহ খান (১৬২০৪), কেএম আলমগীর কবির (১৬২১৬), বেগম তহমিনা খাতুন (১৬২৫৬), কিসিঞ্জার চাকমা (১৬২৯১), এটিএম আজহারুল ইসলাম (১৬২৯৯), বেগম আক্তার উন নেছা শিউলী (১৬৩০৬), মোহাম্মদ কামাল হোসেন (১৬৩১৫), বেগম রুমনা খোরশেদ (১৬৩২০), শাহ মোহাম্মদ হাবিবুল হাসান (২০৪৬৮), মোহাম্মদ মাহবুবুর রহমান (২০৪৭৩), শাহাদাৎ হোসেন (২০৪৮৫), মো. শফিউল ইসলাম (নিরীক্ষা ও হিসাব), অতিরিক্ত মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আককাছ আলী, পরিসংখ্যান ব্যুরোর যুগ্ম পরিচালক রফিকুল ইসলাম এবং নির্বাহী প্রকৌশলী (পুর) মোহাম্মদ ইউসুফ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply