ভারতের বিপক্ষে ইংল্যান্ডের দল ঘোষণা
ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।
ইনজুরির কারণে স্কোয়াডে রাখা হয়নি পেসার জোফরা আর্চারকে। এক বছর পর ওয়ানডে দলে ডাক পেয়েছেন লেগ স্পিনার ম্যাট পার্কিনসন। এ ছাড়া দলে ফিরেছেন রিস টপলি ও অলরাউন্ডার বেন স্টোকস। সেই সঙ্গে ডাক পেয়েছেন লিয়াম লিভিংস্টোন।
স্কোয়াডের অন্যান্য সদস্যরা হলেন ইয়ন মর্গান, মঈন আলী, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কুরান, টম কুরান, আদিল রশিদ, জেসন রয় ও মার্ক উড। আগামী মঙ্গলবার পুনেতে প্রথম ওয়ানডেতে ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড।
Tag: English News games

No comments: