Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » সুয়েজ খালে দিনে সাড়ে ৮১ হাজার কোটি টাকার পণ্য পারাপার বাধাগ্রস্ত




সুয়েজ খালে দমকা বাতাস ও ধুলিঝড়ে গত মঙ্গলবার বড়সড় একটি পণ্যবাহী জাহাজ আটকে যায়। ছবি : সংগৃহীত সুয়েজ খালে একটি বড়সড় পণ্যবাহী জাহাজ আটকে যাওয়ায় পশ্চিমা বিশ্বের সঙ্গে পূর্ব প্রান্তের দেশগুলোর ব্যবসা ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। প্রতিদিন ৯ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য পারাপার আটকে যাচ্ছে, যার পরিমাণ ঘণ্টায় প্রায় ৪০০ মিলিয়ন ডলার। জাহাজটি আটকে যাওয়ায় বাংলাদেশি মুদ্রার হিসাবে প্রতিদিন ৮১ হাজার ৫৪৭ কোটি টাকারও বেশি পরিমাণ পণ্য আটকে থাকছে। বিবিসির খবরে এ কথা বলা হয়েছে। গত মঙ্গলবার দমকা হাওয়া ও ধুলি ঝড়ের কবলে পড়ে তাইওয়ানের বিশ্বখ্যাত কোম্পানি এভারগ্রিন ম্যারিন-এর জাহাজ ‘এভার গিভেন’ নিয়ন্ত্রণ হারিয়ে সুয়েজ পাড়ে ধাক্কা খেয়েছে বলে জানায় সুয়েজ খাল কর্তৃপক্ষ (এসসিএ)। ফলে পারাপারের অপেক্ষায় উভয় মুখে ১৬০টির বেশি জাহাজের সারি পড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, জাহাজটিকে ঘুরিয়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। সুয়েজ খালে একদিন আটকে থাকলে জট সারাতে দুদিন লেগে যায়। সেখানে তিন দিন পার হয়েছে। ফলে এরই মধ্যে ছয় দিনের জট লেগে গেছে বলে জানান ওএল ইউএসএর প্রেসিডেন্ট অ্যালান বায়ের। নৌপথে পণ্য পরিবহণে বিশেষজ্ঞ প্রতিষ্ঠান লয়েড জানিয়েছে, সুয়েজ খালে প্রতিদিন পশ্চিমমুখী প্রায় পাঁচ দশমিক এক বিলিয়ন ডলারের এবং পূর্বমূখী প্রায় সাড়ে চার বিলিয়ন ডলারের পণ্য পার হয়। এখান দিয়ে মূলত বেশিরভাগ তেল ও পোশাক, আসবাবপত্র ও গাড়ির যন্ত্রাংশ আনা নেওয়া করা হয়। পৃথিবীর সবচেয়ে বড় পণ্যবাহী জাহাজগুলোর মধ্যে অন্যতম এই জাহাজটির ওজন দুই লাখ ২০ হাজার টন এবং দৈর্ঘ্য ৪০০ মিটার। চারটি ফুটবল মাঠের সমান জায়গা রয়েছে কন্টেইনারবাহী এই জাহাজটিতে






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply