sponsor

sponsor

Slider

বিশ্ব

জাতীয়

রাজনীতি

খেলাধুলা

বিনোদন

ফিচার

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » বক্স অফিসে ব্যর্থ, তিন দিনে আয় সাড়ে ৬ কোটি
‘চেক’ সিনেমার দৃশ্যে নিতিন ও প্রিয়া প্রকাশ। ছবি : সংগৃহীত তেলেগু তারকা নিতিনের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘চেক’ মুক্তি পায় গত ২৬ ফেব্রুয়ারি। যেহেতু এ সিনেমায় ইশারাকন্যাখ্যাত প্রিয়া প্রকাশ ভ্যারিয়ার ও রাকুল প্রীত সিং অভিনয় করেছেন, তাই প্রত্যাশা ছিল, প্রেক্ষাগৃহে সাড়া জাগাবে সিনেমাটি। কিন্তু দুর্ভাগ্যজনক, এই প্রিজন ড্রামা দর্শকের মন জোগাতে ব্যর্থ হয়েছে। আর তার প্রভাব পড়েছে বক্স অফিসেও। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, মুক্তির তৃতীয় দিনে ‘চেক’ অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে সংগ্রহ করেছে ১.৭০ কোটি রুপি। তেলেগু অঞ্চলে প্রথম ও দ্বিতীয় দিন এ সিনেমা যথাক্রমে সংগ্রহ করেছিল ৩.৩৮ কোটি ও ১.৬০ কোটি রুপি। সব মিলিয়ে তিন দিনে এ সিনেমার সংগ্রহ ৬.৬৮ কোটি রুপি। নতুন সিনেমা মুক্তি পেতে আরও কিছুদিন সময় রয়েছে, সে সময় এ সিনেমা কী পরিমাণ সংগ্রহ করে তা দেখার অপেক্ষায় সংশ্লিষ্টরা। ‘চেক’ সিনেমায় একজন ব্যতিক্রমী চেজ খেলোয়াড়ের ভূমিকায় দেখা যায় নিতিনকে, যাকে বিশ্বাসঘাতক হিসেবে আখ্যা দেওয়া হয়। চন্দ্র শেখর ইলেতির রচনা ও পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করেছে ভি আনন্দ প্রসাদের ভব্য ক্রিয়েশনস। এ সিনেমার মাধ্যমে প্রিয়া প্রকাশ ভ্যারিয়ারের টলিউডে অভিষেক হলো। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সিমরন চৌধারি, সম্পথ রাজ, সাই চাঁদ, পোসানি কৃষ্ণ মুরালি, মুরালি শর্মা, চৈতন্য কৃষ্ণ ও কার্তিক রত্নম। সংগীত পরিচালনা করেছেন কল্যাণী মালিক।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply